‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
মঙ্গলবার

১০ অক্টোবর ২০২৩

২:০৭:৪০ PM
1399660

গাজায় গণহত্যার জন্য ইসরাইল বড় রকমের চপেটাঘাত খাবে

ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনি বলেছেন, অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর ইহুদিবাদী ইসরাইলের চলমান গণহত্যার কারণে দখলদার ইসরাইলকে বড় রকমের চপেটাঘাত খেতে হবে।

রাজধানী তেহরানের ইমাম আলী আর্মি অফিসার ইউনিভার্সিটিতে সেনাবাহিনীর জয়েন্ট গ্র্যাজুয়েশন কোর্সের সমাপনী অনুষ্ঠানে ক্যাডেটদের উদ্দেশ্যে দেয়া ভাষণে সর্বোচ্চ নেতা একথা বলেন।

তিনি জোর দিয়ে বলেন, গাজায় যে হত্যাযজ্ঞ চালাচ্ছে ইহুদিবাদী ইসরাইল তা দখলদারদের জন্য মারাত্মক রকমের বিপর্যয় ডেকে আনবে। হামাসসহ অন্য প্রতিরোধ আন্দোলনগুলোর বিশাল আকারের স্বাভাবিক অভিযানে এরইমধ্যে ইসরাইল ক্ষতির মুখে পড়েছে। তারা সামরিক এবং গোয়েন্দা সব দিক দিয়েই ব্যর্থতার পরিচয় দিয়েছে।

সর্বোচ্চ নেতা বলেন, ৭ অক্টোবর ফিলিস্তিনি যোদ্ধারা যে অভিযান চালিয়েছে এবং তারা ইসরাইলের বহু স্থাপনা ধ্বংস করার যে কৃতিত্ব দেখিয়েছে তাতে দখলদার ইসরাইল সরকার মারাত্মক ক্ষতির মুখে পড়েছে, যেগুলো পুনর্নির্মাণ করা সহজ হবে না।

ইহুদিবাদী ইসরাইলের সামরিক বাহিনীর বিরুদ্ধে দুঃসাহসিক অভিযান চালানোর জন্য আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী ফিলিস্তিনি তরুণদের ভূয়সী প্রশংসা করেন।

তিনি বলেন, "আমরা দক্ষ এবং বুদ্ধিমান পরিকল্পনাকারী ও ফিলিস্তিনি যুবকদের কপাল এবং বাহুতে চুম্বন করি। কিন্তু যারা বলে যে, সাম্প্রতিক এই মহাকাব্যটি অ-ফিলিস্তিনিদের কাজ, তারা ভুল হিসাবের মধ্যে রয়েছেন।"

আয়াতুল্লাহ খামেনেয়ী বলেন, ইসরাইলিরা পরাজয়ের জন্য নিজেদের দায়ী করছে, তাদের নিজেদের কর্মকাণ্ড তাদের ওপর এই বিপর্যয় ডেকে এনেছে। যখন নিষ্ঠুরতা এবং অপরাধের সীমা অতিক্রম করে যায়, যখন অশ্লীলতা চরমে পৌঁছে যায়, তখন ঝড়ের জন্য অপেক্ষা করতে হয়।” সর্বোচ্চ নেতা বলেন, সমসাময়িক ইতিহাসে কোনো মুসলিম জাতিকে ইসরাইলের মতো এত বৈরী ও নিষ্ঠুর শাসনের মুখোমুখি হতে হয়নি। ফিলিস্তিনি জাতির মতো এত চাপ, অবরোধ ও অভাবের মধ্যে কোনো জাতিও পড়েনি।

ইসরাইলের এই ভুয়া সরকারকে সমর্থন দেয়ার জন্য সর্বোচ্চ নেতা আমেরিকা ও ব্রিটেনের কড়া সমালোচনা করেন।#

342/