‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
বুধবার

১১ অক্টোবর ২০২৩

৭:২২:২৭ PM
1400058

বাইডেনের তীর্যক মন্তব্যের বিরুদ্ধে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাল হামাস

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সম্প্রতি ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস ও গাজা উপত্যকায় বসবাসকারী ফিলিস্তিনিদের সম্পর্কে যে তীর্যক মন্তব্য করেছেন তার কঠোর নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে গাজাভিত্তিক এই সংগঠনটি।

এক বিবৃতিতে হামাস বলেছে, “যে সময় ইহুদিবাদী ইসরাইলের সেনারা গাজা ও পশ্চিম তীরের নিরীহ জনগণের ওপর বর্বর হত্যাযজ্ঞ চালাচ্ছে তখন মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের এমন তীর্যক মন্তব্য আমরা প্রত্যাখ্যান করছি; আমরা এর নিন্দা জানাই।”

গতকাল (মঙ্গলবার) বাইডেন ইসরাইলের ভেতরে হামাস এবং অন্যান্য প্রতিরোধকামী সংগঠনের সদস্যদের আকস্মিক ও বিশালাকারের সামরিক অভিযানের নিন্দা করে বলেন, “হামাস ফিলিস্তিনি জনগণের মর্যাদা ও আত্মনিয়ন্ত্রণাধিকারের পক্ষে দাঁড়ায়নি। তাদের উদ্দেশ্য হলো ইসরাইলকে ধ্বংস করা এবং ইহুদিদের হত্যা করা।"

জবাবে হামাস বলেছে, বাইডেনের মন্তব্য জায়নবাদী শাসকদের অপরাধ ও সন্ত্রাসবাদকে আড়াল করেছে। ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইহুদিবাদী বাহিনীর গণহত্যা এবং ঠাণ্ডা মাথার হত্যাকাণ্ড সম্পর্কে কোনো কথা না বলায় হামাস মার্কিন প্রেসিডেন্টের বক্তব্য নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করে। প্রতিরোধকামী সংগঠনটি বলেছে, বাইডেনের এ বক্তব্যে সংঘাত আরো বাড়বে।#

342/