‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
বুধবার

১১ অক্টোবর ২০২৩

৭:২২:৪৯ PM
1400059

'আমেরিকা যদি ইসরাইলকে সাহায্য করে তবে মার্কিন ঘাঁটি লক্ষ্যবস্তুতে পরিণত হবে'

ইহুদি ইসরাইলি সেনা এবং ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধাদের মধ্যে যে সংঘাত চলছে তাতে যদি আমেরিকা কোনরকম হস্তক্ষেপ করে তাহলে পুরো মধ্যপ্রাচ্য অঞ্চলের মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তুতে পরিণত করা হবে।

এই হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইরাকে সন্ত্রাসবাদ-বিরোধী লড়াইয়ের অন্যতম সংগঠন কাতাইব হিজবুল্লাহ।

গতকাল (মঙ্গলবার) এক বিবৃতিতে সংগঠনের মহাসচিব আবু হোসাইন আল হামিদাভি বলেন, "আমেরিকা যদি হস্তক্ষেপ করে তাহলে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোয় হামলা চালাতে এবং মার্কিন স্বার্থ ক্ষতিগ্রস্ত করতে আমাদের ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং স্পেশাল ফোর্স প্রস্তুত রয়েছে।" বিবৃতিতে তিনি বলেন, আমেরিকা যদি ফিলিস্তিনে হস্তক্ষেপ করে তাহলে কাতাইব হিজবুল্লাহ ইহুদিবাদী ইসরাইল এবং তার ভাড়াটেদের অবস্থানেও হামলা চালাবে।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ষ গতকাল হোয়াইট হাউজে ঘোষণা দিয়েছেন যে, আমেরিকার বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড ফোর্ড পূর্ব ভূমধ্যসাগরে পৌঁছেছে। একইদিন কাতাইব হিজবুল্লাহ এই হুঁশিয়ারি দিল। ধর্মীয় নির্দেশনার কথা উল্লেখ করে সংগঠনটি বলেছে ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানো তাদের কর্তব্যের মধ্যে পড়ে।#


342/