‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
বৃহস্পতিবার

১২ অক্টোবর ২০২৩

৩:৪৭:৩৭ PM
1400403

সংহতি জানাতে ইসরাইল সফর করবেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সংহতি প্রকাশ করতে এবং ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সমর্থন জানাতে তেল আবিব সফর করার পরিকল্পনা করছেন। ইউক্রেন এবং ইসরাইলের অজ্ঞাত সূত্রের বরাত দিয়ে মার্কিন গণমাধ্যম দ্যা এক্সিয়স গতকাল (বুধবার) এ খবর দিয়েছে।

জেলেনস্কির কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে নেতানিয়াহুকে এই সফর অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার অনুরোধ জানানো হয়েছে। এক্সিয়স বলছে, জেলেনস্কির সম্ভাব্য এই সফর গাজা উপত্যকায় ইসরাইলের চলমান বর্বর আগ্রাসনের প্রতি আন্তর্জাতিক সমর্থন টানতে ভূমিকা পালন করতে পারে।  

এক্সিয়স আরো বলছে, জেলেনস্কির সফরের বিষয়ে এখনো প্রাথমিক আলোচনা চলছে। তবে, ইউক্রেন সরকার এই খবর অস্বীকার করেনি, আবার নিশ্চিতও করেনি।

রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের মধ্যে জেলেনস্কি সরকার ইসরাইলের অস্ত্র ও সমর্থন পাওয়ার জন্য চেষ্টা করে আসছে। এজন্য তারা নগ্নভাবে ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে নানা ধরনের ভিত্তিহীন অভিযোগ করেছে। এছাড়া, জেলেনস্কি বরাবরই ইহুদিবাদীদের পক্ষে অবস্থান নিয়েছেন।#

342/