‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : ABNA
রবিবার

১৫ অক্টোবর ২০২৩

১২:১৮:৪৭ AM
1401178

ঝুঁকিতে মার্কিন সরকার

আবার শাট ডাউনের আশংকা ।বাজেট বিল পাস করা নিয়ে ডেমোক্র্যাট রিপাবলিকান দ্বন্দ্ব ।

আহল বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): শাটডাউনের হুমকি বা আশংকা ও সম্ভাবনা এখন প্রায় প্রতিবছরই মার্কিন যুক্তরাষ্ট্রে দেখা দিচ্ছে অর্থাৎ নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে যাচ্ছে । দুনিয়া জুড়ে সম্পদ চুরি ও লুণ্ঠন করেও দুনিয়ার সবচেয়ে ধনী ও বৃহত্তম অর্থনীতির দেশের এহেন আর্থিক দুরাবস্থা ও দুর্গতি সত্যি লজ্জাকর ও অনভিপ্রেত। একেই বলে দুনিয়াবী সবচেয়ে বেশি নেয়ামত পেয়েও মার্কিনীদের রিযিক ও রূযীর বরকত নেই । এত আয় ও নেয়ামত লাভ করেও তারা মহান আল্লাহর রিযিক ও রূযী , রহমত ও বরকত থেকে বঞ্চিত পৃথিবীর বুকে মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক অন্যায় ও জোর জুলুম করার জন্য এবং মহান আল্লাহর শুকরিয়া আদায় না করার জন্য। অথচ মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের ওপর মার্কিনীদের আরোপিত দীর্ঘ ৪৫ বছর ধরে কঠোর অবৈধ কোমর ভাঙ্গা অবরোধের মতো কঠিন অবরোধের শিকার হয় নি কখনো। আজ দুনিয়ার সবচেয়ে বেশি সম্পদের অধিকারী , সবচেয়ে বিত্তশালী ও শক্তিশালী দেশ হওয়া সত্ত্বেও ৩০ ট্রিলিয়ন ডলারের অধিক ঋণ নিয়ে বিশ্বের সবচেয়ে ঋণগ্রস্ত জাতি ও দেশ হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র !! তাহলে এ কেমন ঠুনকো অর্থনীতির আজব উল্লুক দেশ মার্কিন মুল্লুক  !!! 

যে দেশ নিজেই অর্থনৈতিক জরাগ্রস্ত সে দেশ কি বিশ্ব অর্থনীতিকে চাঙ্গা ও বেগমান করতে সক্ষম? যার যে জিনিসটা নেই সে তা দিতে পারে না  ( ফাক্বিদুশ্ শাইয়ি লা ইয়ু'ত্বী : فَاقِدُ الشَّيْءِ لَا يُعْطِيْ ) আরবী এ প্রবাদ বাক্যের যথার্থ বাস্তব নমুনা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র।

তাই মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে বিশ্বের তাবৎ সমস্যা বিশেষ করে অর্থনৈতিক সমস্যা ও সংকটের সমাধান চাওয়া ফকীর মিসকীনের কাছে আর্থিক সাহায্য চাওয়ার নামান্তর । আর মার্কিন যুক্তরাষ্ট্র সাহায্যের নামে যে ছাইপাশ দেয় তার চেয়ে ঢের বেশি নিয়ে যায় যা অন্যেরা বুঝতেই পারে না বা বুঝতে পারলেও নানা রহস্যজনক কারণে কিছুই করতে পারে না বরং চুপ মেরে বসে থাকে । এখন সময় এসেছে সাম্রাজ্যবাদী বিশ্ব লুটেরা বিশ্ব বেহায়া মার্কিন যুক্তরাষ্ট্রের হাটে হাঁড়ি ভেঙে দেয়া। ইউক্রেন - রাশিয়া সংকট যা মার্কিন যুক্তরাষ্ট্র , ব্রিটেন ও ন্যাটোই সৃষ্টি করেছে তার অনিবার্য ও অমোঘ পরিণতি ও তীব্র নেতিবাচক প্রভাব ইউরোপ ও আমেরিকার ওপর পড়ছে । পরের জন্য গর্ত খুঁড়লে  নিজেকেও সেই গর্তে পড়তে হবে । প্রতিবেশীর ঘরে আগুন লাগালে সে আগুনের ধোঁয়া নিজের চোখেও যাবে । মার্কিন যুক্তরাষ্ট্র ও ইইউর অবস্থা হয়েছে এখন ঠিক এটাই !! শাট ডাউন হতে যাওয়া মার্কিন যুক্তরাষ্ট্র সরকারকে শেষ মেষে ডেমোক্র্যাট ও রিপাবলিকান পার্টি শাট ডাউন হতে দেবে না এবং বেল আউট পলিসি নেবে । গর্দভ - হাতির দ্বন্দ্বে পড়েছে মার্কিন ধনতান্ত্রিক গণতন্ত্র তথা লিবারেল গণতন্ত্র বহু দিন ধরেই এবং এ কারণে তা আসলে ভঙ্গুর গণতন্ত্র। আর মার্কিনীদের অনুসারী ইইউ এর গণতন্ত্র ও অর্থনীতিও রুগ্ন , ভঙ্গুর ও জরা ব্যাধি গ্রস্থ । তেল গ্যাস অর্থাৎ এনার্জি সমৃদ্ধ রাশিয়া ও ইরানকে নাহক ভাবে জব্দ করতে গিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইইউ নিজেরাই জব্দ হচ্ছে !! আর মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের পাল্লায় পড়ে খোসে বোরেলের পুষ্প উদ্যান ইউরোপ অর্থনৈতিক সংকটের অনলে জ্বলে মহাশ্মশানে পরিণত হবে না তো ?!! একেই বলে নিজের নাক কেটে পরের রথ যাত্রা ভঙ্গ করা এবং পরের বুদ্ধিতে নি:স্ব ও ফকির হওয়া । শীত তো ইউরোপে কড়া নাড়ছে। এ বছর শীত মৌসুমে জ্বালানির অভাবে ৬০০০০ এর অধিক অক্কা পেয়েছিল এবার আসন্ন শীত মৌসুমে ইউরোপে কী হবে ?!! জ্বালানি ( এনার্জি ) সংকট কি রয়েছে ইউরোপে ? !! প্রয়োজনীয় বাজেট ঘাটতির আবর্তনে হাবুডুবু খাওয়া মার্কিন যুক্তরাষ্ট্র সরকার শাট ডাউনের মুখে পড়ে ইইউ ও বিশ্বের অর্থনৈতিক ও জ্বালানি সমস্যার  সমাধান  করতে সক্ষম নাকি অপারগ ও অক্ষম ? !!!

মুহাম্মদ মুনীর হুসাইন খান