‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
রবিবার

১৫ অক্টোবর ২০২৩

৮:০০:৫৪ PM
1401439

ইসরাইলি গণহত্যা বন্ধ করতে ব্যবস্থা নিন: বিশ্ববাসীর প্রতি ইরান

ইসরাইলি গণহত্যা বন্ধ করতে ব্যবস্থা নিন: বিশ্ববাসীর প্রতি ইরান ইসরাইলি ‘কিলিং মেশিন’ বন্ধ করার লক্ষ্যে ‘অবিলম্বে কঠোর পদক্ষেপ’ নেয়ার জন্য মুসলিম দেশগুলোর পাশাপাশি বিশ্বের স্বাধীনচেতা জাতিগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি।

অবরুদ্ধ গাজা নগরীর ওপর যখন ইহুদিবাদী ইসরাইল বিরামহীন বোমাবর্ষণ করে নিরপরাধ মানুষ হত্যা করে যাচ্ছে তখন এ আহ্বান জানালেন রায়িসি। শনিবার ওমানের সুলতান হাইসাম বিন তারিকের সঙ্গে এক ফোনালাপে তিনি এ আহ্বান জানান।

ইরানের প্রেসিডেন্ট বলেন, ইহুদিবাদী ইসরাইলের অপরাধযজ্ঞের প্রতি পশ্চিমা দেশগুলোর বিশেষ করে আমেরিকার অকুণ্ঠ সমর্থনের কারণে পরিস্থিতি জটিল থেকে জটিলতর হচ্ছে ও খারাপের দিকে যাচ্ছে।

তিনি বলেন, বিগত মাসগুলোতে দখলদার সেনারা ফিলিস্তিনি ভূখণ্ডে যে অপরাধযজ্ঞ চালিয়েছে তার জবাব দিতে ‘আল-আকসা তুফান’ অভিযান চালাচ্ছে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা। এই অভিযানের ফলে ইহুদিবাদীদের পাশাপাশি তাদের পশ্চিমা সমর্থকরা পর্যন্ত হতভম্ব হয়ে গেছে। গাজা উপত্যকায় ভয়াবহ গণহত্যা চালানোর ইসরাইলি পরিকলপনার ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেন রায়িসি।

ইহুদিবাদী ইসরাইল গাজা উপত্যকার উত্তর অংশের ১১ লাখ ফিলিস্তিনিকে তাদের ঘরবাড়ি ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে। এ কারণে ধারনা করা হচ্ছে, ওই অঞ্চলে ভয়াবহ স্থল অভিযান চালাতে যাচ্ছে ইসরাইল।

ইরানের প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপে ওমানের সুলতান ফিলিস্তিনি জনগণের পাশে দাঁড়ানোর জন্য ইরানকে ধন্যবাদ জানান। তিনি বলেন, ইহুদিবাদী ইসরাইলি বাহিনী কর্তৃক ফিলিস্তিনি জনগণকে তাদের ঘরবাড়ি থেকে উচ্ছেদ করতে দেয়া উচিত হবে না।#

342/