‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
মঙ্গলবার

১৭ অক্টোবর ২০২৩

২:১০:০৫ PM
1402108

প্রয়োজন হলে আমেরিকা ইসরাইলে দুই হাজার সেনা মোতায়েন করবে

ফিলিস্তিনের গাজা উপত্যকাকে সম্পূর্ণভাবে অবরুদ্ধ করার জন্য যদি প্রয়োজন হয় তাহলে আমেরিকা ইসরাইলে দুই হাজার সেনা মোতায়েন করবে। মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল এই খবর দিয়েছে।

মার্কিন সেনারা গাজা উপত্যকা অবরুদ্ধ করার জন্য ইসরাইলি বাহিনীকে সাহায্য করবে।মার্কিন সামরিক কর্মকর্তাদের বরাত দিয়ে পত্রিকাটি আরো বলেছে, মধ্যপ্রাচ্য এবং ইউরোপে বর্তমানে যে সমস্ত সেনা মোতায়েন রয়েছে তাদেরকে ইসরাইলে যুদ্ধের জন্য পাঠানো হবে না।

মার্কিন কর্মকর্তারা দাবি করছেন, যে সমস্ত সেনা পাঠানো হবে তারা ইসরাইলি বাহিনীকে সামরিক পরামর্শ এবং মেডিকেল সহায়তা দেবে। তবে কবে এবং কোথায় আমেরিকার এসব সেনা মোতায়েন করা হবে তা এখনো পরিষ্কার নয়।ভূমধ্যসাগরে আরো একটি বিমানবাহী রণতরী পাঠানো হবে বলে মার্কিন সেনা সদর দপ্তর পেন্টাগন ঘোষণা করার পর ওয়াল স্ট্রিট জার্নাল এই সম্ভাব্য সেনা মোতায়েনের খবর দিল।

আমেরিকা ভূমধ্যসাগরে ইউএসএস আইজেনহাওয়ার বিমানবাহী যুদ্ধজাহাজ পাঠানোর ঘোষণা দিয়েছে যাতে পাঁচ হাজার সেনা থাকবে। এর আগে ইউএসএস জেরাল্ড ফোর্ড নামে আরেকটি যুদ্ধজাহাজ পাঠিয়েছে আমেরিকা এবং সেটি গত সপ্তাহে ইসরাইলের উপকূলে নোঙর ফেলেছে।#

342/