‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : ABNA
বুধবার

১৮ অক্টোবর ২০২৩

১২:৫৯:০২ AM
1402301

গাযায় ইসরাইলের স্থল যুদ্ধের পথে যত অসুবিধা ও অন্তরায়

একজন লেবাননী ভাষ্যকার আল-আলাম চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন : " ইসরাইলের ভিতরে ১৭ টা মার্কিন সামরিক ঘাঁটি আছে । ষষ্ঠ নৌবহরও নিয়ে এনেছে মার্কিন যুক্তরাষ্ট্র ভূমধ্য সাগরে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): একজন লেবাননী ভাষ্যকার আল-আলাম চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন : " ইসরাইলের ভিতরে ১৭ টা মার্কিন সামরিক ঘাঁটি আছে । ষষ্ঠ নৌবহরও নিয়ে এনেছে মার্কিন যুক্তরাষ্ট্র ভূমধ্য সাগরে। "

 খবরে প্রকাশ, মার্কিন যুক্তরাষ্ট্র আরো একটা নৌবহর আইযেনহাওয়ার আনছে ভূমধ্য সাগরে। গাযার বিরুদ্ধে স্থল যুদ্ধ করতে এত আয়োজন। এ যেন মশা মারতে কামান দাগানোর মতো।

এদিকে বাইডেন স্থলযুদ্ধ করতে মানা করেছে এবং বলেছে : "গাযা দখল হবে বড় ভুল । " কেন ?  আর গাযা দখল করতে না পারলে গাযায় স্থল যুদ্ধের কোনো ফায়দা হবে না এবং হামাস ও অন্য সকল ফিলিস্তিনি প্রতিরোধ গ্রুপ ও সংগঠনকে নিরস্ত্রীকরণ ও নির্মূল করা সম্ভব হবে না । তা হলে ইসরাইলের লোক ক্ষয় ছাড়া স্থল যুদ্ধের কোনো ফায়দা হাসিল হবে না ইসরাইলের জন্য ।

কারণ , ২০০৭ সালের ৩১ ডিসেম্বরে ynet news . com / opinion, এ Gabi Sheffer প্রণীত প্রবন্ধ We Won't In Gaza : IDF hasn't won a war in 30 years ; noting that Gaza reoccupation will lead to a Victory False .

“আমরা (ইসরাইলীরা) গাযায় জয় লাভ করব না । আইভিএফ ৩০ বছরে একটা যুদ্ধেও জিতে নি । গাযা পুনর্দখল একটা মিথ্যা বিজয়ের দিকে আমাদের পরিচালিত করতে পারে”।

‌আর এখন গাযায় স্থল যুদ্ধ শুরু করলে ইসরাইলের জন্য অনেক ক্ষতি হয়ে যাবে । নিহত , আহত , বন্দী ও নিখোঁজ ইসরাইলী সৈন্যদের সংখ্যা ভয়ানক ভাবে বৃদ্ধি পাবে যা হবে ইসরাইল ও ইসরাইলী সরকারের জন্য অত্যন্ত বিপজ্জনক হয়ে দাঁড়াবে এবং নানা ধরনের অসমাধানযোগ্য রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক জটিল সমস্যার সৃষ্টি করবে এবং এর ফলে ইসরাইল নামক মেকি কৃত্রিম রাষ্ট্রটির পতন ও বিলুপ্তি ত্বরান্বিত হবে ঠিক যেমনভাবে দ্বিতীয় মহাযুদ্ধে বৃটেন জার্মানির বিরুদ্ধে জয়লাভ করলেও অল্প সময়ের মধ্যে ব্রিটিশ সাম্রাজ্যের পতন ঘটেছিল এবং বিশ্বকে মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের হাতে ছেড়ে দিতে বাধ্য হয়েছিল ব্রিটেন ঠিক তেমন। তাই এ স্থল অভিযান নিয়ে ইসরাইল প্রচণ্ড ভয়ভীতি ও সন্দেহের মধ্যেই রয়েছে এবং ইসরাইলী সমাজ , জাতি ও রাজনৈতিক ও সামরিক নেতৃবর্গ ভীষণ ভাবে দ্বিধাবিভক্ত এবং তাদের মধ্যে তীব্র মতপার্থক্য বিরাজ করছে । আর প্রয়োজনীয় সংখ্যক সৈন্যও সংগ্রহ করতে পারছে না ইসরাইলী সেনাবাহিনী। তাই বারবার ঘোষণা দিয়েও ইসরাইলী সেনাবাহিনী স্থল যুদ্ধ শুরু করছে না এবং গত পরশু দিন বলেছিল যে আগামী ২৪ ঘন্টার মধ্যে স্থল যুদ্ধ শুরু করতে যাচ্ছে । কিন্তু ২৪ পার হয়ে গেলে খারাপ আবহাওয়ার জন্য স্থল যুদ্ধ শুরু করা যাচ্ছে না - এ ধরণের হাবিজাবি কথা বলে এবারও স্থল আক্রমণ পিছিয়ে দিয়েছে ইসরাইলী সেনাবাহিনী । গাযায় স্থল যুদ্ধ ও আগ্রাসনের ব্যাপারে শুধু ইসরাইল নয় খোদ মার্কিন যুক্তরাষ্ট্র ও ন্যাটোর অবস্থাও তথৈবচ।

আর গাযায় স্থল যুদ্ধ শুরু করলে আঞ্চলিক পর্যায়ে এ যুদ্ধ ছড়িয়ে পড়ার সমূহ সম্ভাবনা রয়েছে যার পরিণতি বিশ্বের জন্য হবে অত্যন্ত ধ্বংসাত্মক ও মারাত্মক এবং এর নেতিবাচক প্রভাব হবে বিশ্বব্যাপী সুদূর প্রসারী ও দীর্ঘ স্থায়ী ।

আজ ইসরাইলের ওয়ার প্রোপ্যাগেশন ঘোষণা করেছে : লেবানন সীমান্তের কাছে ট্যাংক বিধ্বংসী গোলার আঘাতে ইসরাইল সেনাবাহিনীর  ব্রিগেড ৭৫ এর কম্যান্ডার নিহত ( জাহান্নামবাসী ) হয়েছে ।

ইসরাইল যদি নির্বুদ্ধিতার পরিচয় দেয় তাহলে গাযায় স্থল যুদ্ধ শুরু করতে পারে এবং এ যুদ্ধের জন্য অধীর হয়ে হামাস ও অন্য সকল ফিলিস্তিনি প্রতিরোধ সংগ্রামী মুজাহিদ মুক্তি যোদ্ধারা অপেক্ষা করছে ও প্রহর গুনছে।

মুহাম্মদ মুনীর হুসাইন খান