‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
বুধবার

১৮ অক্টোবর ২০২৩

৪:১৬:০২ PM
1402553

জেলেনস্কিকে ইসরাইল সফর করতে নিষেধ করলেন নেতানিয়াহু

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে ইসরাইল সফর করতে নিষেধ করলেন যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এই সফরের মধ্যদিয়ে জেলেনস্কি ইহুদিবাদী ইসরাইলের প্রতি তার দেশের সহমর্মিতা ও সমর্থন স্পষ্ট করতে চেয়েছিলেন।

ইসরাইলের গণমাধ্যম ওয়াইনেট জানিয়েছে, জেলেনস্কির একান্ত আগ্রহ সত্ত্বেও নেতানিয়াহু তাকে এখন ইসরাইল সফর না করার পরামর্শ দিয়ে বলেছেন, ‘এটা সঠিক সময় নয়’।

গতকাল মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ইসরাইল সফর করেন। জেলেনস্কি তার সঙ্গে এই সফর করতে চেয়েছিলেন। 

গত সপ্তাহে মার্কিন গণমাধ্যম অ্যাক্সিয়স সর্বপ্রথম জেলেনিস্কির ইসরাইল সফর করার আগ্রহের কথা প্রকাশ করে। জেলেনিস্কির আশা ছিল- তার সফরের কারণে হামাসের বিরুদ্ধে ইসরাইলের সামরিক হামলার প্রতি আন্তর্জাতিক অঙ্গনে সমর্থন বাড়বে। গত ৭ অক্টোবর হামাস দখলদার ইসরাইলের ভেতরে অভিযান চালানোর অল্প সময় পরেই জেলেনস্কি তেল আবিবের প্রতি পূর্ণ সমর্থন ঘোষণা করেন।#

342/