‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
শুক্রবার

২০ অক্টোবর ২০২৩

৭:২০:০৭ PM
1403119

ভারতে নিযুক্ত ৪১ জন কূটনীতিককে সরিয়ে নিল কানাডা

ভারতের বেধে দেওয়া সময়ের মধ্যেই ৪১ কূটনীতিককে প্রত্যাহার করে নিয়েছে কানাডা। গতকাল (বৃহস্পতিবার) রাতে কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

কানাডায় বসবাসকারী খালিস্তানি বিচ্ছিন্নতাবাদী নেতা হরদীপ সিং নিজ্জরের হত্যাকাণ্ডে ভারতের হাত থাকার সন্দেহের কথা প্রকাশ্যে জানানোর পর দুই দেশের সম্পর্কের অবনতির জেরে কূটনীতিক প্রত্যাহারের নির্দেশ দিয়েছিল ভারত।  ওই নির্দেশে ২০ অক্টোবরের মধ্যে ৪১ কূটনীতিককে কানাডায় ফিরে যেতে বলা হয়েছিল। বৃহস্পতিবার রাতেই তা পালিত হয়েছে বলে জানান সে দেশের পররাষ্ট্রমন্ত্রী মেলানি জলি।

তিনি বলেন, ‘২০ অক্টোবরের মধ্যে ভারতে নিযুক্ত আমদের কূটনীতিকদের সংখ্যা ২১-এ নামিয়ে আনতে বলেছিল দিল্লি। একতরফাভাবে এই অনৈতিক সিদ্ধান্ত নিয়েছে তারা। তবে আমরা কোনোভাবেই পরিস্থিতি আরও উত্তপ্ত করতে চাই না। তবে এই পরিস্থিতিতে চণ্ডীগড়, মুম্বাই এবং বেঙ্গালুরুতে অবস্থিত কনসুলেটগুলোতে আমাদের কার্যক্রম স্থগিত রাখতে হচ্ছে।'

মেলানি দাবি করেন, “২১ জন কূটনীতিক এবং তাঁদের পরিবার ছাড়া বাকি সব কানাডীয় কূটনীতিক এবং পরিবারের ‘কূটনৈতিক রক্ষাকবচ' প্রত্যাহার করেছিল দিল্লি। এ কারণে সেই কূটনীতিক এবং তাঁদের পরিবারের নিরাপত্তা হুমকির সম্মুখীন হয়েছিল। ভারতের এই পদক্ষেপের জেরে আমাদের কূটনীতিকদের সেই দেশ থেকে সরাতে হয়েছে।”

দিল্লির প্রতি ক্ষোভ প্রকাশ করে তিনি আরও বলেন, “একতরফাভাবে কূটনৈতিক রক্ষাকবচ প্রত্যাহার আন্তর্জাতিক আইনের পরিপন্থী। তবে ভারতের সঙ্গে আলোচনা চালিয়ে যাবে কানাডা।”

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো গত সেপ্টেম্বরে পার্লামেন্টে দাঁড়িয়ে হরদীপ সিং নিজ্জর হত্যায় ভারতের হাত থাকার সন্দেহের কথা প্রকাশ্যে ঘোষণা করেন। নিজ্জর হত্যাকাণ্ডে তদন্তের স্বার্থে হাত বাড়াতে প্রধানমন্ত্রী ট্রুডো ভারতকে অনুরোধ জানিয়েছিলেন। ভারত ওই অভিযোগকে অযৌক্তিক, ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত বলে প্রত্যাখ্যান করে।  এর পর থেকে দু’দেশের মধ্যে সম্পর্ক তলানিতে এসে ঠেকেছে।#

342/