‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
রবিবার

২২ অক্টোবর ২০২৩

৩:২১:০৯ PM
1403924

হামাসের অভিযান সৌদি-ইসরাইল সম্পর্ক স্বাভাবিকীকরণ বানচাল করেছে

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন স্বীকার করেছেন যে, গত ৭ অক্টোবর ফিলিস্তিনের ইসলামিক প্রতিরোধ আন্দোলন হামাস ইহুদিবাদ ইসরাইলের ওপর যে অভিযান চালিয়েছে তাতে ইসরাইল এবং সৌদি আরবের মধ্যে সম্ভাব্য সম্পর্ক স্বাভাবিকীকরণের প্রক্রিয়া বানচাল হয়েছে।

ওয়াশিংটনে নির্বাচনী তহবিল যোগানদাতাদের সঙ্গে এক আলোচনা অনুষ্ঠানে বাইডেন বলেন, "ইসরাইলেরেওপর হামাসের হামলার অন্যতম কারণ হচ্ছে তারা জানতো- আমি সৌদি আরবের সাথে এই বিষয়টি নিয়ে বৈঠকের কাছাকাছি রয়েছি। সৌদি আরব ইসরাইলকে স্বীকৃতি দিতে চেয়েছিল।"

প্রেসিডেন্ট বাইডেনের বক্তব্য উদ্ধৃত করে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে, ৭ অক্টোবরের হামলাকে ওয়াশিংটন কোনো সাধারণ ঘটনা মনে করছে না। মার্কিন প্রশাসন মনে করছে, এটি আগে থেকেই পরিকল্পনা করা একটি হামলা যার একমাত্র লক্ষ্য ছিল ইসরাইলকে স্বীকৃতি দেয়া থেকে সৌদি আরবকে বিরত রাখা।

প্রেসিডেন্ট বাইডেন গত শুক্রবার জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন কিন্তু ওই ভাষণে সৌদি আরব ও ইসরাইলের মধ্যকার সম্ভাব্য চুক্তি এবং হামাসের হামলার কারণ সম্পর্কে কোনো কথা বলেননি।#

342/