‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
রবিবার

২২ অক্টোবর ২০২৩

৩:২২:০২ PM
1403926

গাজায় জাতিসংঘ স্কুলে ইসরাইলি হামলায় বহু হতাহত; শহীদের সংখ্যা বেড়ে ৪,৬৫১

গাজা উপত্যকার খান ইউনুসে জাতিসংঘ পরিচালিত একটি স্কুলে ভয়াবহ হামলা চালিয়েছে দখলদার ইসরাইল। সেখানে শত শত ফিলিস্তিনি শরণার্থী আশ্রয় নিয়েছিলেন। আজকের হামলায় সেখানে বহু ফিলিস্তিনি হতাহত হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে।

কয়েক দিন আগেও এই স্কুলের প্রবেশপথ এবং এর আশেপাশে বোমা ফেলা হয়েছিল। জাতিসংঘ পরিচালিত স্কুলগুলো খালি করতে ইসরাইল হুঁশিয়ারি দিয়েছে। তবে এ ধরণের একটি স্কুলের প্রধান হামাদ শুইদা বলেছেন, ঘরবাড়ি-হারা মানুষগুলোর যাওয়ার আরও কোনো জায়গা নেই। তারা নিরুপায় হয়ে স্কুলে আশ্রয় নিয়েছে। তারা কোথায় যাবে? এ কারণে অনিরাপদ জেনেও অসহায় ফিলিস্তিনিরা জাতিসংঘ স্কুলে অবস্থান করছেন। 

এদিকে, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার অসহায় মানুষদের ওপর ইসরাইলি হামলা এখনও অব্যাহত রয়েছে। এর ফলে প্রতি মুহূর্তে হতাহত ফিলিস্তিনির সংখ্যা বাড়ছে।

আজও গাজার খান ইউনুসসহ বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে দখলদার ইসরাইলিরা। ২৪ ঘণ্টায় ২৪ দফা ইসরাইলি হামলায় ২৬৬ জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন। খান ইউনুসে এক বাড়িতেই ১২ জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন। 
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় আজ (রোববার) জানিয়েছে, ইসরাইলি হামলায় শহীদের সংখ্যা বেড়ে চার হাজার ৬৫১ জনে পৌঁছেছে। এর মধ্যে এক হাজার ৮৭৩ শিশু এবং ১০২৩ জন নারী রয়েছেন। এছাড়া ইসরাইলি হামলায় এ পর্যন্ত আহত হয়েছেন ১৪ হাজার ২৪৫ জন।#

342/