‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
রবিবার

২২ অক্টোবর ২০২৩

৩:২৩:১৮ PM
1403929

হিজবুল্লাহর বিরুদ্ধে বড় ধরনের হামলা না চালাতে ইসরাইলকে আমেরিকার হুঁশিয়ারি

মার্কিন প্রেসিডেন্টের জো বাইডেনের প্রশাসন হিজবুল্লাহর বিরুদ্ধে বড় ধরনের হামলা চালানোর ব্যাপারে ইহুদিবাদী ইসরাইলকে নিরুৎসাহিত করার চেষ্টা করছে। মার্কিন প্রশাসন আশঙ্কা করছে ইসরাইল যদি হিজবুল্লাহর বিরুদ্ধে বড় ধরনের হামলা চালায় তাহলে পুরো মধ্যপ্রাচ্যে এই সংঘাত ছড়িয়ে পড়বে। কয়েকটি সূত্রের উদ্ধৃতি দিয়ে নিউইয়র্ক টাইমস শুক্রবার এই খবর দিয়েছে।

আমেরিকা এবং ইসরাইলের কয়েকজন কর্মকর্তার সাক্ষাৎকারের ভিত্তিতে নিউ ইয়র্ক টাইমস বলছে, যদি ইসরাইল হামাসের পাশাপাশি হিজবুল্লাহর ওপর হামলা চালায় তাহলে তাকে দুই ফ্রন্টে যুদ্ধের করতে ঝামেলায় পড়তে হবে। শুধু তাই নয়, এই ধরনের সংঘাতে আমেরিকা এবং ইরান জড়িয়ে পড়তে পারে।

নিউ ইয়র্ক টাইমসের রিপোর্ট বলা হয়েছে, আমেরিকা কয়েকটি আরব দেশের মধ্যস্থতায় হিজবুল্লাহ এবং ইরানের সংস্পর্শে থাকার চেষ্টা করছে; পাশাপাশি ওয়াশিংটন ইসরাইলকে এই পরামর্শ দিচ্ছে যে, গাজায় হামাসের বিরুদ্ধে এমন কোনো ব্যবস্থা নেয়া ঠিক হবে না যার কারণে হিজবুল্লাহ এই যুদ্ধে জড়িয়ে যাওয়ার সহজ অজুহাত পায়।

নিউ ইয়র্ক টাইমস বলছে, প্রেসিডেন্ট বাইডেন ও পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ইসরাইল সফরের সময় তেল আবিবের কর্মকর্তাদের কাছে এই উদ্বেগের বিষয়টি পরিষ্কার করেছেন।

 যদিও গত কয়েকদিন ধরে ইসরাইল এবং হিজবুল্লাহ সীমান্তে দফায় দফায় সংঘাতে জড়িয়েছে তবে দুই পক্ষের কেউই পূর্ণমাত্রায় শক্তি ব্যবহার করেনি। সম্প্রতি ইসরাইলের যুদ্ধমন্ত্রী ইয়োভ গ্যালান্ট হিজবুল্লাহকে হামাসের চেয়ে ১০ গুণ শক্তিশালী বলে উল্লেখ করেছেন।#

342/