‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
সোমবার

২৩ অক্টোবর ২০২৩

৩:২১:০৩ PM
1404273

হাসান নাসরুল্লাহ নীরবতার মাধ্যমে ইহুদিবাদীদের বিভ্রান্ত করেছেন

লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়েদ হাসান নাসরুল্লাহ সাম্প্রতিক সপ্তাহগুলোতে প্রকাশ্যে কথা না বলার সিদ্ধান্ত নিয়ে ইহুদিবাদী সরকারকে বিভ্রান্তির মধ্যে ফেলেছেন। লেবাননের একটি গণমাধ্যমে এক মন্তব্য প্রতিবেদনে একথা বলা হয়েছে।

আল-নাশরা নামক এ গণমাধ্যম এক নিবন্ধে বলেছে, অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে সংঘাত শুরুর পর হাসান নাসরুল্লাহ ভাষণ দিতে পারতেন, কিন্তু তিনি তা না করে শত্রুকে অন্ধকারে রাখার কৌশলৱ নিয়েছেন।

রিপোর্টে বলা হয়েছে, "ইসরাইলের সাথে লেবানন সীমান্তের পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ইহুদিবাদীদের বিরুদ্ধে হিজবুল্লাহ পরিচালিত অভিযানগুলো আক্রমণাত্মক না হয়ে প্রতিশোধমূলক হচ্ছে। তবে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে হাসান নাসরুল্লাহ একটি বক্তৃতাও দেন নি। এতে পরিস্থিতির জটিলতা বেড়েছে।" 

হিজবুল্লাহর ঘনিষ্ঠ সূত্রগুলো মনে করছে, ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে মনস্তাত্ত্বিক যুদ্ধের অংশ হিসেবে হিজবুল্লাহ প্রধান গত দুই সপ্তাহে জনসাধারণের উদ্দেশ্যে বক্তৃতা দেননি। চলমান সংঘাতের মধ্যে  হিজবুল্লাহ কী করার পরিকল্পনা করছে তা জানতে খুবই আগ্রহী ইসরাইল।

আল-নাশরা উল্লেখ করেছে, "হাসান নাসরুল্লাহর বক্তৃতা আসবে যখন একটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটবে বা যুদ্ধ প্রক্রিয়ায় একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন অথবা বিজয় আসবে তখন।"#

342/