‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Abna
সোমবার

২৩ অক্টোবর ২০২৩

৩:৫৮:২৫ PM
1404324

গাজায় সাহায্যকারী হিসেবে যেতে অলিম্পিক বিজয়ীর প্রস্তুতি ঘোষণা

টোকিও অলিম্পিকের শুটিং চ্যাম্পিয়ন বলেন, আমি নিকৃষ্ট ইহুদিবাদী সরকারের বর্বরোচিত হামলার তীব্র প্রতিবাদ জানাই এবং একজন সাহায্যকারী হিসেবে গাজায় যেতে প্রস্তুত।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): টোকিও অলিম্পিকের শুটিং চ্যাম্পিয়ন জাওয়াদ ফুরুগী, গাজায় ইসরায়েলি হামলার প্রতিক্রিয়ায় বলেন, একজন মুসলমান বা একজন ইরানী হিসেবে নয় বরং একজন মানুষ হিসেবে ফেতনা সৃষ্টিকারী নিকৃষ্ট ইহুদিবাদী সরকারের বর্বরোচিত হামলার তীব্র প্রতিবাদ জানাই। অত্যন্ত দুঃখের সাথে বলেতে হচ্ছে, অশ্রু ঝরানো এবং হা-হুতাশ করা ছাড়া আর কিছুই করতে পারছি না। আমি গাজার নির্যাতিত-নিপীড়িত জনগণের প্রতি সহানুভূতি প্রকাশ করছি। ঘোষণা দিচ্ছি, যদি আজ রাতেই সাহায্যকারী হিসেবে গাজায় যাওয়ার সুযোগ পেতাম, নিজেকে গর্বিত মনে করতাম।

তিনি আরও বলেন, আমি আশা করছি যেন আমার দ্বারাও কিছু করা সম্ভব হয়। আমি মারাত্মকভাবে ব্যথিত ও উদ্বিগ্ন এবং আমি আশা করব, যত দ্রুত সম্ভব যেন সত্যের বিজয় অর্জিত হয় এবং নিপীড়িত গাজায় আর এরূপ দৃশ্যের সাক্ষী না হতে হয়।#