‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : ABNA
বুধবার

২৫ অক্টোবর ২০২৩

৪:৫৮:০৪ PM
1405032

ইসরাইলের অপরাধের নিন্দা জানিয়ে আহলে বাইত (আ.) বিশ্বসংস্থার প্রতিবাদ সভা

আহলে বাইত (আ.) বিশ্বসংস্থার মহাসচিব, ফিলিস্তিনকে ফিলিস্তিনিদের হাতে ছেড়ে দিতে হবে এবং প্রতিরোধ গোষ্ঠীগুলি এ লক্ষ্য সম্পূর্ণরূপে অর্জন না হওয়া পর্যন্ত প্রতিরোধ চালিয়ে যাবে।

আহলে বাইত (আ.) বার্তা (আবনা): গাজায় দখলদার ইহুদিবাদী ইসরাইলী শাসকগোষ্ঠীর নৃশংস অপরাধের নিন্দা ও গাজার শহীদদের স্মরণের ১৯শে অক্টোবর, আহলে বাইত (আ .) বিশ্বসংস্থার (মাজমা) সাথে সম্পৃক্ত সাংস্কৃতিক কেন্দ্রের কর্মকর্তা, কর্মচারী এবং প্রতিনিধিদের উপস্থিতিতে পবিত্র কোম শহরে সংস্থাটির নামাজখানায় একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হোজ্জাতুল ইসলাম বাহাদুরী এবং এরপর হোজ্জাতুল ইসলাম মোহাম্মদী গাজার নির্যাতিত শহীদ এবং ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ বিষয়ক একটি বক্তৃতা ও শোকগাথা পাঠ করেন।

মাজমার সেক্রেটারি জেনারেল আয়াতুল্লাহ রেজা রামাজানি এই অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন, তিনি মুসলিম বিশ্বের জন্য ফিলিস্তিনের গুরুত্ব তুলে ধরেন এবং এই বিষয়ে সমস্ত মুসলমানদেরকে তাদের ভূমিকা পালনের আহ্বান জানান।

আয়াতুল্লাহ রামাজানি আরোও বলেন, ইসরাইল আক্ষরিক অর্থে একটি ক্যান্সারের টিউমার যা নির্মূল না হলে সারা বিশ্বে ছড়িয়ে পড়বে। আহলে বাইত (আ.) বিশ্বসংস্থার সেক্রেটারি জেনারেল বলেন, ফিলিস্তিনকে ফিলিস্তিনিদের হাতে ছেড়ে দিতে হবে এবং প্রতিরোধ গোষ্ঠীগুলি এ লক্ষ্য সম্পূর্ণরূপে অর্জন না হওয়া পর্যন্ত প্রতিরোধ চালিয়ে যাবে।

উল্লেখ্য, ‘ইসরাইল ধ্বংস হোক’ এবং ‘আমেরিকার মৃত্যু হোক’ স্লোগানের মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘটে।#