‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
বৃহস্পতিবার

২৬ অক্টোবর ২০২৩

৩:১৯:৫৬ PM
1405320

আমেরিকাকে সময় দিতে ইসরাইল গাজায় স্থল অভিযান বিলম্বিত করছে

মধ্যপ্রাচ্যের চারপাশের ঘাঁটিতে বিমান প্রতিরক্ষা মোতায়েন করার জন্য আমেরিকা সময় চাওয়ার পর ইহুদিবাদী ইসরাইল গাজায় তার পরিকল্পিত স্থল অভিযান বিলম্বিত করতে রাজি হয়েছে। মার্কিন প্রভাবশালী দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল গতকাল (বুধবার) এক রিপোর্টে এ তথ্য জানিয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন ও ইসরাইলি কর্মকর্তারা পত্রিকাটিকে বলেছেন, ওয়াশিংটন তেল আবিবকে “চলতি সপ্তাহের শেষ পর্যন্ত" পরিকল্পিত অভিযান বন্ধ রাখতে রাজি করিয়েছে। এদিকে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, ইরাক, জর্ডান এবং সিরিয়ার ঘাঁটিতে এক ডজন বা তার বেশি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করার জন্য পেন্টাগন "তোড়জোড়" শুরু করেছে বলে জানা গেছে। 

ইসরাইলি কর্মকর্তারা ওয়াল স্ট্রিট জার্নালকে বলেছেন, হামাসের হাতে আটক জিম্মিদের কূটনৈতিক প্রচেষ্টার মধ্যদিয়ে মুক্ত করার প্রচেষ্টা চলছে। পাশাপাশি স্থল অভিযান বিলম্বিত করার সিদ্ধান্তের পেছনে গাজায় মানবিক সহায়তা পৌঁছানোর বিষয়টিও রয়েছে। গত সাত দিনে ইরাকে অন্তত দশবার এবং সিরিয়ায় তিনবার মার্কিন সেনা ঘাঁটি লক্ষ্য করে ড্রোন ও রকেট হামলা হয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম প্রাথমিকভাবে হামলায় কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর জানায়নি। তবে, মঙ্গলবার সেন্টকম এনবিসি নিউজকে জানিয়েছে, ১৮ অক্টোবর সিরিয়ার আল-তানফ ঘাঁটিতে ড্রোন হামলায় ২০ জন সেনা "সামান্য আহত" হয়েছে।  এসব ঘটনা বিবেচনায় রেখে আমেরিকা তার মধ্যপ্রাচ্যের ঘাঁটিগুলোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করছে। ধারণা করা হচ্ছে- ইহুদিবাদী ইসরাইল যদি গাজায় স্থল অভিযান চালায় তাহলে পুরো মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা বেজে উঠবে এবং মার্কিন ঘাঁটিগুলোতে গেরিলারা হামলা চালাতে পারে।#

342/