‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
শনিবার

২৮ অক্টোবর ২০২৩

৩:২৫:১১ PM
1405887

ইসরাইল পাগল হয়ে গেছে, যুদ্ধ বন্ধ করুন: এরদোগান

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, ইসরাইল পাগল হয়ে গেছে, রাষ্ট্রীয় এই উন্মাদনা থেকে তিনি দ্রুত বেরিয়ে আসতে এবং গাজার ওপর হামলা বন্ধ করতে তেল আবিবের প্রতি আহ্বান জানান।

এরদোগান বলেন, "গাজায় ইসরাইলি বোমাবর্ষণ গতরাতে আবার তীব্র হয়েছে, আবারো নারী, শিশু এবং নিরপরাধ বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তুতে পরিণত করেছে ইসরাইল। ইসরাইলের এই হামলা মানবিক সংকটকে আরো গভীর করেছে।” 

এদিকে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম ঘেব্রেইসাস বলেন, ইসরাইল গাজা জুড়ে ফোন এবং ইন্টারনেট পরিষেবা বন্ধ করার পরে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এখনো তাদের কর্মীদের এবং স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলোর সাথে যোগাযোগ করতে পারেনি। তিনি এক্স পেইজে লিখেছেন, "আমি তাদের নিরাপত্তা নিয়ে চিন্তিত।”

আধানম বলেন, “এমন পরিস্থিতিতে রোগীদের সরিয়ে নেয়া সম্ভব নয়, নিরাপদ আশ্রয়ও খুঁজে পাওয়া যায় না। ফোন ও ইন্টারনেট পরিষেবা বন্ধ করার ফলে অ্যাম্বুলেন্সগুলো আহতদের কাছে পৌঁছাতে পারছে না।”

গাজায় ইসরাইলের বোমাবর্ষণ তীব্র হয়েছে এবং দখলদার বাহিনী বলেছে, তারা এই অঞ্চলে "অভিযান সম্প্রসারণ" করছে। এ অবস্থায় হামাস বলছে, তাদের যোদ্ধারা বিভিন্ন স্থানে ইসরাইলি সেনাদের বিরুদ্ধে লড়াই করছে।#

342/