‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
রবিবার

২৯ অক্টোবর ২০২৩

১:২০:৩১ PM
1406303

তেল আবিবকে গাজা পুনর্দখলের আহ্বান জানালেন মার্কিন কংগ্রেসম্যান

ইসরাইলি বংশোদ্ভূত উগ্র-ডানপন্থী মার্কিন রিপাবলিকান কংগ্রেসম্যান ম্যাক্স মিলার তেল আবিব সরকারকে আরো বর্বর আগ্রাসন চালিয়ে ফিলিস্তিনের গাজা উপত্যকা দখল করে নেয়ার আহ্বান জানিয়েছেন। অবরুদ্ধ গাজায় স্থল অভিযানের জন্য যখন মার্কিন সরকার দখলদার ইসরাইলকে অকুণ্ঠ সমর্থন দিচ্ছে তখন ম্যাক্স মিলার এই আহ্বান জানালেন।

ওহাইওর রিপাবলিকান প্রতিনিধি এবং সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সহযোগী ম্যাক্স মিলারের উদ্ধৃতি দিয়ে গতকাল (শনিবার) হিব্রু ভাষার হারেৎজ পত্রিকা বলেছে যে, ইসরাইলকে "অনেক বড় করার" অংশ হিসবে গাজাকে পুনর্দখল করতে হবে। 

লাস ভেগাসে রিপাবলিকান ইহুদি জোটের বার্ষিক সমাবেশে মিলার বলেন, "ইসরাইল অনেক বড় হবে। অনেক ছোট নয়। এবং আমরা সেই জমি ফিরিয়ে নেব।"

মিলার সাম্প্রতিক দিনগুলোতে গাজা নিয়ে নানা ধরনের আগ্রাসী ও চটুল বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন, ইসরাইলের স্থল অভিযানের পর উপকূলীয় এই ভূখণ্ডকে "পার্কিং লটে" পরিণত করা হবে। 

রিপাবলিকান এ কংগ্রেসম্যান আরো দাবি করেন, অবরুদ্ধ ভূখণ্ডে দীর্ঘ দিনের যুদ্ধে ইসরাইলকে প্রচলিত নিয়ম-কানুনের প্রতি নজর দেয়া উচিত নয়।

গাজা যুদ্ধের ২৩তম দিনে, ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, চলমান এই যুদ্ধ "দীর্ঘ ও কঠিন" হবে।#

342/