‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
রবিবার

২৯ অক্টোবর ২০২৩

১:২৭:৫৩ PM
1406310

ইউক্রেন বিশ্বের অন্যতম দুর্নীতিগ্রস্ত দেশ, বিপুল অর্থ দেয়ার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন

স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকো প্রশ্ন তুলে বলেছেন, ইউক্রেন হচ্ছে "বিশ্বের অন্যতম দুর্নীতিগ্রস্ত দেশ," এই দেশকে কীভাবে আরো পাঁচ হাজার কোটি ইউরো দেয়া যুক্তিসঙ্গত? বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ সম্মেলনের পর সাংবাদিকদের কাছে তিনি একথা বলেন।

ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ইউক্রেনকে নতুন করে পাঁচ হাজার কোটি ইউরো বরাদ্দ দিতে চাইছে। এই বিপুল পরিমাণ অর্থ বরাদ্দের যৌক্তিকতা নিয়ে ফিকো বলেন, "ইউক্রেনকে অর্থায়ন করা কি এই যুদ্ধের ফলাফল পরিবর্তন করেছে? তারপরও নতুন করে পাঁচ হাজার কোটি ইউরো বিনিয়োগ করতে হবে এবং এর ফলে কী হবে তাতে কিছু যায় আসে না?”

এদিকে, আমেরিকার সাথে প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি পর্যালোচনা করতে চাইছে স্লোভাকিয়া যাতে চুক্তিটি “দু পক্ষের জন্য লাভজনক" থাকে। স্লোভাকিয়া যদি এই পদক্ষেপ নেয় তাহলে এ দেশ থেকে ইউক্রেনে অস্ত্রের চালান বন্ধ হয়ে যাবে। স্লোভাকিয়ার নতুন প্রতিরক্ষা মন্ত্রী রবার্ট কালিনাক একথা জানিয়েছেন। 

মার্কিন রাষ্ট্রদূত গৌতম রানার সাথে গতকাল (শনিবার) বৈঠকের পর রবার্ট কালিনাক তার ফেইসবুক পেইজে লিখেছেন, "যখন কিছু জিনিস কাজ করছে না তখন আপনাকে এটি ঠিক করতে হবে।” তিনি জানান, মার্কিন রাষ্ট্রদূতের সাথে "পারস্পরিক স্বার্থ এবং বর্তমান নিরাপত্তা চ্যালেঞ্জগুলো নিয়ে আলোচনা করা হয়েছে।"

কালিনাক বলেন, স্লোভাকিয়ার পররাষ্ট্র ও প্রতিরক্ষা নীতি একের পর এক ব্যর্থতার মুখে পড়েছে এবং স্লোভাকরা তাদের নেতার ভুলের জন্য আর মূল্য দিতে পারে না।”#