‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : ABNA
সোমবার

৩০ অক্টোবর ২০২৩

৪:৪১:৩৫ PM
1406774

পাকিস্তান মুসলিম ঐক্য পরিষদের সভাপতি;

তুফানুল আকসা অভিযান থেকে ইসরাইল অক্ষত বের হতে পারবে না।

আল্লামা রাজা নাসের বলেন, পশ্চিমা দেশগুলোর প্রধানরা যতই দখলদার ইহুদিবাদী সরকারের সহযোগিতা করুক না কেন, ইসরাইল ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধাদের আক্রমণ প্রতিহত করতে পারবে না।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): ইসলামাবাদে স্বাধীনতাকামী ফিলিস্তিনের মুজাহিদগণের ধৈর্য ও অসামান্য সংগ্রামের প্রতি শ্রদ্ধা জানাতে এবং ফিলিস্তিনের নির্যাতিতদের সাথে সংহতি প্রকাশের লক্ষ্যে পাকিস্তান মুসলিম ঐক্য পরিষদের পৃষ্ঠপোষকতায় ‍“ফিলিস্তিনের স্বাধীনতা”-শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সম্মেলনে পাকিস্তান মুসলিম ঐক্য পরিষদের সভাপতি আল্লামা রাজা নাসের আব্বাস জাফরি বলেন: তুফানুল আকসা অভিযানে ইসরায়েলের বৃহৎ অশুভ পরিকল্পনা ও শতাব্দীর চুক্তি অসফল ও ব্যর্থ হয়েছে।

তিনি বলেন: পশ্চিমা দেশগুলোর প্রধানরা যতই দখলদার ইহুদিবাদী সরকারের সহযোগিতা করুক না কেন, ইসরাইল ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধাদের আক্রমণ প্রতিহত করতে পারবে না।

পাকিস্তান মুসলিম ঐক্য পরিষদের সভাপতি ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর ক্ষেত্রে পাকিস্তান সরকারের নিষেধাজ্ঞার প্রতি তীব্র নিন্দা জানান এবং সর্বস্তরের জনগণের নিকট ফিলিস্তিনের জনগণকে সহযোগিতা এবং দখলকারী ইসরাইলের বর্বরতার বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার আহবান জানান।

তিনি তার বক্তব্যে ফিলিস্তিনের জনগণের প্রতি একাত্মতা প্রকাশের লক্ষ্যে সৃষ্ট প্রতিবাদ শিবির ভেঙ্গে দেওয়ার তীব্র নিন্দা জানিয়ে বলেন: বিশ্বজুড়ে যেখানে মার্কিন ও ইসরায়েলি দূতাবাসের বাইরে বিক্ষোভ চলমান, সেখানে পাকিস্তানে তাদের অনুগতরা বিক্ষোভ থামানোর চেষ্টা করছে।#176