‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : ABNA
রবিবার

৫ নভেম্বর ২০২৩

৩:০৫:২৯ PM
1408702

ইসরায়েলের সমর্থক কোম্পানিগুলির সাথে লেনদেনের বিষয়ে আয়াতুল্লাহ মুদাররেসির দৃষ্টিভঙ্গি

আয়াতুল্লাহ মুদাররেসি একটি মাসআলার উত্তরে এভাবে প্রদান করেছেন যে, ইসরায়েলের সমর্থক কোম্পানিগুলির পণ্য ক্রয় করা জায়েজ নয়।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): ইরাকে শিয়াদের অন্যতম মার্জায়ে ত্বাকলীদ আয়াতুল্লাহ আল-উজমা সৈয়দ মুহাম্মাদ তাকি মুদাররেসি, তার নিকট দখলদার ইসরায়েল সরকারের সমর্থক কোম্পানির পণ্য ক্রয় সম্পর্কে জানতে চাওয়া একটি প্রশ্নের জবাবে জোর দিয়ে বলেন, এরূপ কাজ জায়েজ নয়।

প্রশ্ন ও উত্তরের অনুবাদ নিম্নরূপ:

প্রশ্ন: গাজার মুসলমানদের বিরুদ্ধে ইসরায়েলি আগ্রাসনের সমর্থক বা অন্য বিষয়ে সমর্থক ইহুদিবাদী কোম্পানির সাথে লেনদেন করা কি জায়েজ?

উত্তর: যদি মুকাল্লাফ জানে যে, কোন কোম্পানির পণ্য ক্রয় বা কোম্পানিটির প্রচারের মাধ্যমে জুলুম ও আগ্রাসনে সহযোগিতা হবে, তাহলে তা এই আয়াত (وَتَعَاوَنُواْ عَلَى ٱلۡبِرِّ وَٱلتَّقۡوَىٰ وَلَا تَعَاوَنُواْ عَلَى ٱلۡإِثۡمِ وَٱلۡعُدۡوَٰن وَٱتَّقُواْ ٱللَّهَ إِنَّ ٱللَّهَ شَدِیدُ ٱلۡعِقَابِ) -এর আলোকে জায়েজ নয়। এমনকি অত্যাচারীকে সাহায্য করা এবং তার নিপীড়নের বিরুদ্ধে নীরবতা পালনের প্রতিফল মানুষের নিজের দিকে ফিরে আসে। যেমনটি এই হাদিসে এসেছে, (مَن أعانَ ظالِما سَلَّطَهُ اللّه ُ علَيهِ) যে ব্যক্তি অত্যাচারীকে সাহায্য করবে, আল্লাহ সেই অত্যাচারীকে তার উপর ক্ষমতা দান করবেন।

১৪ রবিউস সানি ১৪৪৫#A