‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : ABNA
বুধবার

৮ নভেম্বর ২০২৩

১২:২৪:১৩ AM
1409552

শয়তান ইসরায়েলের ব্যবহৃত-অস্ত্রে নিহত মৃতদেহ পুড়ে গলে যাচ্ছে..!

রাষ্ট্রবিজ্ঞান ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ের মিশরীয় অধ্যাপক জানিয়েছেন: আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ জৈবিক এবং অ-জৈবিক অস্ত্র ব্যবহার করছে ইহুদিবাদী শাসকগোষ্টি। এসব অস্ত্র নিহতদের মৃতদেহগুলি এমনভাবে পুড়িয়ে দিচ্ছে যে, সেগুলি গলে পড়ছে ও ভেঙে যাচ্ছে এবং ডাক্তাররা এই সব মৃতদেহে কিছুই করতে পারছে না।

আহলে বাইত বার্তা সংস্থা (আবনা): মিশরীয় বিশ্লেষক ইসমাইল সাবরি মোকাল্লেদ, ইহুদিবাদীদের নব্য-নাৎসি এবং নব্য-ফ্যাসিস্ট বলে অভিহিত করে বলেছেন- ইহুদিবাদী সরকারের এক মন্ত্রী গাজায় পারমাণবিক বোমা ফেলার হুমকি প্রদান করেছে যা প্রমাণ করে, তেল আবিবের নিকট পারমাণবিক বোমা রয়েছে। তিনি আরো বলেন:

"গাজার ডাক্তাররা এমন একটি বিপজ্জনক ঘটনার সম্মুখিন হয়েছেন যা প্রকৃত অর্থে গণহত্যা।" এটি আরব-ইসরায়েল যুদ্ধের প্রকৃতিতে একটি বিপর্যয়কর এবং বিপজ্জনক পরিবর্তন। তারা টিকে থাকার জন্য যেকোনো পদক্ষেপ নেয় এবং সব নিষিদ্ধ জিনিসের অনুমোদন দেয়। তারা যুদ্ধ ও সহিংসতা ছাড়া অন্য কিছুই চিন্তা করে না। আমরা এমন যুদ্ধাপরাধীদের মোকাবেলা করছি, বিশ্বে কয়েক দশকের মধ্যে যাদের নজির নেই।

এই মিশরীয় অধ্যাপকের বিশ্বাস: ইহুদিবাদীদের অমানবিক অপরাধ ও অস্ত্রের শয়তানী ব্যবহারের কারণে (গাজায়) এমন নৃশংস গণহত্যা সংঘটিত হচ্ছে, যা আমরা পূর্বে কোনো যুদ্ধে দেখিনি। এই সমস্ত অপরাধ এবং হত্যাকাণ্ড কি নেতানিয়াহু ও তার দলের অন্যান্য সদস্যদের যুদ্ধাপরাধী হিসাবে আন্তর্জাতিক অপরাধ আদালতে শাস্তি দেওয়ার জন্য যথেষ্ট নয়!? নেতানিয়াহু এবং তার মন্ত্রীদের গাজায় পারমাণবিক বোমা ফেলার হুমকি প্রদান কি বিশ্ব জনমতের একাত্ততা ঘোষণার জন্য যথেষ্ট নয়? ইহুদিবাদী শাসকগোষ্টি মূলত: নব্য-নাৎসি বা নব্য ফ্যাসিবাদ যা বিশ্ব শান্তি ও নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ।

এত কিছুর পরও আরব দেশগুলো কিসের জন্য অপেক্ষায় রয়েছে? কেন তারা অন্তত মিডিয়ার ক্ষেত্রে স্বাধীন ভাবে কিছু করছে না? কোন আরব মন্ত্রী যদি তেল আবিবের উপর পারমাণবিক বোমা ফেলতে চায়, তাহলে তারা কী করবে?

এখন আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা কোথায়? বিশ্ব শান্তির জন্য বিপজ্জনক হুমকি প্রদানের পরও, নিরাপত্তা পরিষদ চুপ কেন?

পরিশেষে, সাবরি মুকাল্লেদ বলেন: গাজায় যা ঘটছে তা এতটাই ভয়ানক ও জঘন্য যে আমরা এ বিষয়ে আর চুপ থাকতে পারি না। এই রুপ ভয়াবহ পরিস্থিতিতেও যদি আমরা কোন উদ্দোগ গ্রহণ না করি তাহলে কারা এগিয়ে আসবে? #176K