‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
শনিবার

১১ নভেম্বর ২০২৩

২:৪৯:০৮ PM
1410506

ফিলিস্তিনে ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে ইয়েমেনে লাখ লাখ মানুষের বিক্ষোভ

গাজায় ইসরাইলি আগ্রাসনের নিন্দা ও প্রতিবাদে এবং ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে ইয়েমেনের রাজধানী সানায় গতকাল (শুক্রবার) জুমার নামাজের পর লাখ লাখ মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ করেছেন।

সানার বিমানবন্দর সড়কে গতকাল ফিলিস্তিনি পতাকা,  ব্যানার ও ফেস্টুন হাতে লাখ লাখ মানুষ জড়ো হয়েছিলেন। এসময় তারা গাজায় ইসরাইলি আগ্রাসন বন্ধের দাবি জানান। একইসঙ্গে তারা ফিলিস্তিন ইস্যুতে আরবের পুতুল সরকারগুলোর নীরবতার সমালোচনা করেন। 

বিক্ষোভকারীরা পবিত্র আল কুদস এবং ফিলিস্তিনের ভূমি মুক্ত না হওয়া পর্যন্ত ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে সশস্ত্র অভিযান পরিচালনা করতে ইয়েমেন সরকারের প্রতি আহ্বান জানান।

বিক্ষোভ শেষে দেওয়ার বিবৃতিতে গাজায় শিশু, নারী ও বেসামরিক নাগরিক হত্যা এবং হাসপাতালে বোমা হামলার জন্য ইহুদিবাদী ইসরাইলেল নিন্দা জানানো হয়। এসব অপরাধের জন্য আমেরিকা ও পশ্চিমা সরকারগুলোকেও দায়ী করা হয়।

বিবৃতিতে বলা হয়, ফিলিস্তিনি ভাইদের সমর্থনে ইসরাইলের বিরুদ্ধে আমাদের ড্রোন এবং ব্যালস্টিক ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত থাকবে। বিবৃতিতে ফিলিস্তিনি যোদ্ধা ও লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর বীরোচিত প্রতিরোধের প্রশংসা করা হয়েছে। ইরাক ও সিরিয়ায় আমেরিকান ঘাঁটিতে ইরাকের প্রতিরোধ সংগঠনের হামলারও প্রশংসা করা হয়।#

342/