‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
শনিবার

১১ নভেম্বর ২০২৩

২:৫৪:৩৭ PM
1410512

শহীদ দিবস উপলক্ষে ভাষণ দেবেন হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ

লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ শহীদ দিবস উপলক্ষে আজ (সোমবার) স্থানীয় সময় বিকেল ৩টায় বক্তব্য রাখবেন। ইসরাইলি আল-আকসা তুফান অভিযান শুরুর পর এটা তার দ্বিতীয় ভাষণ।

১৯৮২ সালের ১১ নভেম্বর হিজবুল্লাহর যুবক সদস্য আহমাদ কাসির বিস্ফোরকপূর্ণ একটি গাড়ী দিয়ে ইহুদিবাদী ইসরাইলের সামরিক ভবনে হামলা চালান। এই হামলায় ইসরাইলের সেনা কর্মকর্তাসহ ৮০ জন সৈন্য নিহত ও ১১০ জন আহত হয়। এসময় আহমাদ কাসির শাহাদাতের মর্যাদা লাভ করেন।

আহমাদ কাসিরের শাহাদাত উপলক্ষে প্রতি বছর ১১ নভেম্বর 'শহীদ দিবস' হিসেবে পালন করছে হিজবুল্লাহ।

১৯৮২ সালের জুনে লেবাননে বড় ধরণের হামলা চালিয়েছিল ইসরাইল। চল্লিশ হাজার ইসরাইলি সৈন্য, শতশত ট্যাংক ও সাঁজোয়া যান লেবাননের ভেতরে ঢুকে পড়ে। এছাড়া ইসরাইলে নৌ এবং বিমান বাহিনীও এই হামলায় যোগ দেয়। এই আগ্রাসনের কয়েক মাস পর আহমাদ কাসির ইসরাইলি সেনা ঘাঁটিতে শাহাদাতপিয়াসী হামলা চালান। আহমাদ কাসিরকে 'হিজবুল্লাহ শহীদদের রাজপুত্র' হিসেবে অভিহিত করা হয়। 

আহমাদ কাসির ১৯৬৪ সালে দেইর কানুন আল-নাহর শহরে জন্মগ্রহণ করেন। তিনি তার পিতার সাথে সৌদি আরবে কর্মরত ছিলেন। ১৯৮১ সালে তিনি লেবাননে ফিরে আসেন।

342/