‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
শনিবার

১১ নভেম্বর ২০২৩

২:৫৫:১২ PM
1410513

শহীদ দিবস উপলক্ষে হিজবুল্লাহ মহাসচিব হাসান নাসরুল্লাহর ভাষণ

শহীদ দিবস উপলক্ষে হিজবুল্লাহ মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ গুরুত্বপূর্ণ ভাষণ দিয়েছেন।

বার্তা সংস্থা ইরান প্রেস জানিয়েছে, সাইয়্যেদ হাসান নাসরাল্লাহ তাঁর ভাষণে ফিলিস্তিনি জনগণের ওপর ইহুদিবাদী ইসরাইলি যুদ্ধের পরিস্থিতির গুরুত্বপূর্ণ অগ্রগতি এবং এ অঞ্চলের সর্বশেষ অবস্থা নিয়ে আলোচনা করেন। 

সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ ৩ নভেম্বর, ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে ফিলিস্তিনি প্রতিরোধ অভিযান শুরুর পর প্রথমবারের মতো অধিকৃত ফিলিস্তিন ভূখণ্ডের বর্তমান পরিস্থিতি সম্পর্কে বক্তব্য দিয়েছিলেন। ওই ভাষণে তিনি বলেছিলেন ফিলিস্তিনিরাই আল-আকসা অভিযানের মূল পরিকল্পনাকারী।

আল-আকসা তুফান অভিযান ফিলিস্তিনি জাতি এবং তাদের একান্তই নিজস্ব ইচ্ছা অনুযায়ী পরিচালিত হচ্ছে। কোনো আঞ্চলিক বা আন্তর্জাতিক ইস্যুর সঙ্গে ফিলিস্তিনীদের ওই অভিযানের কোনো সম্পর্ক নেই বলে উল্লেখ করের হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ। তিনি সুস্পষ্ট করে বলেন: আল-আকসা তুফান অভিযান  ইহুদিবাদী ইসরাইলের নিরাপত্তা, রাজনৈতিক, মনস্তাত্ত্বিক জগতে ভয়াবহ ভূমিকম্প সৃষ্টি করেছে। ওই অভিযানের ফলে ইসরাইল অস্তিত্ব সংকটে পড়বে এবং ইসরাইলের শাসনের বর্তমান তো বটেই ভবিষ্যতকেও প্রভাবিত করবে।#

342/