‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : ABNA
মঙ্গলবার

১৪ নভেম্বর ২০২৩

১২:২৮:০৫ AM
1411319

গাজার যুদ্ধ একটি ফেতনা, এতে মুসলমানদের হস্তক্ষেপ করা উচিত নয়: সুদাইস

শেইখ আব্দুর রহমান সুদাইসি বলেছেন, গাজায় যা ঘটছে তা একটি ফেতনা এবং মুসলমানরা যেন এ ফেতনা থেকে বেঁচে থাকে। তাদের (মুসলমানদের) যা করার অধিকার নেই তাতে তাদের জড়িত হওয়া উচিত নয়।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় কিছু কর্মী মসজিদুল হারাম ও মসজিদুন নবির মহাপরিচালক শেইখ আব্দুর রহমান সুদাইস এর একটি ভিডিও ক্লিপ প্রকাশ করেছে, যেখানে তিনি গাজা উপত্যকায় ইসরাইলী দখলদারিত্ব প্রসঙ্গে মন্তব্য করেছেন।

শেইখ সুদাইস বলেছেন, আপনি কি জানেন ফিলিস্তিনে আমাদের ভাইদের সাথে কী ঘটছে এবং আমাদের উচিত তাদের জন্য প্রার্থণা করা। তিনি উল্লেখ করেন, মুসলমানদের উচিত হবে না কোনো প্রকার প্ররোচনায় এবং আবেগাপ্লুত হয়ে পরস্পর থেকে বিচ্ছিন্ন হওয়া।

তিনি আরো বলেন, মুসলমানদের উচিত তাদের শাসকদের দিকে প্রত্যাবর্তন করা এবং তাদের আলেমদের শরণাপন্ন হওয়া। গাজায় যা ঘটছে তা একটি ফেতনা এবং মুসলমানদরা যেন এই ফেতনায় না জড়ায়।

সুদাইস বলেছেন, তাদের (মুসলমানদের) যা করার অধিকার নেই তাতে তাদের জড়িত হওয়া উচিত নয়। গাজা যুদ্ধ সম্পর্কে তার এ বক্তব্য তাকে কঠোর সমালোচনার মুখে ফেলেছে। সুদাইসির ইসলাম ও মানবতা বিরোধী এ মন্তব্য এমন এক সময়ে প্রকাশিত হল যখন গাজার জনগণ নিজ ভূমিতে দখলকারীদের হাতে নজীর বিহীন গণহত্যার মুখোমুখি।

এ প্রসঙ্গে ডক্টর হুজাইফাহ আবদুল্লাহ আযযাম বিদ্রূপাত্মকভাবে বলেছেন, শরীয়াহ অনুযায়ী, গাজার ঘটনাবলীর মধ্যে ডুবে থাকা এবং তাদের সম্পর্কে মন্তব্য করা আপনার জন্য জায়েজ নয়, এটি শাসকদের সাথে সম্পৃক্ত।

সৌদি সাংবাদিক তুর্কি আল-শালহুব জিজ্ঞাসা করেন, আমরা কার কাছে যাবো? আব্দেল ফাত্তাহ আল-সিসির কাছে, যে গাজার জনগণের ধ্বংসযজ্ঞে অংশ নিয়েছে? নাকি বিন সালমানের কাছে, যে গাজার জনগণকে হত্যার মুহূর্তে রিয়াদ সিজন নামক সঙ্গীত উৎসবের আয়োজন করছে? নাকি জায়নবাদী বিন জায়েদের কাছে?!#176S