‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : ABNA
বুধবার

১৫ নভেম্বর ২০২৩

২:৪৩:৫৭ PM
1411846

শত্রুর শীতল ও উষ্ণ যুদ্ধের বিপরীতে ইসলামি উম্মাহর সতর্ক হওয়া উচিত: শেইখ ঈসা কাসিম

বাহরাইনে শিয়াদের আধ্যাত্মিক নেতা উলামা ও মুবাল্লিগদের প্রতি, শত্রুর প্রতিটি শীতল ও উষ্ণ যুদ্ধকে গুরুত্বের সাথে মোকাবিলায় নিজেদের অনিবার্য প্রচারণামূলক ভূমিকা পালনের আহবান জানিয়েছেন।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): বাহরাইনে শিয়াদের আধ্যাত্মিক নেতা আয়াতুল্লাহ শেইখ ঈসা কাসিম উলামা ও মুবাল্লিগদের প্রতি আহবান জানান, তারা যেন শত্রুর প্রতিটি শীতল ও উষ্ণ যুদ্ধকে গুরুত্বের সাথে মোকাবিলায় নিজেদের অনিবার্য প্রচারণামূলক ভূমিকা পালন করেন।

তিনি সতর্ক করে বলেন, গাজার যুদ্ধের নামে ধ্বংসাত্মক ও প্রকাশ্য স্লোগান  অথবা শিক্ষা ও প্রশিক্ষণের নামে প্রতারণামূলক প্রকল্প তৈরি, একটি সমাজের নৈতিকতা ধ্বংসের বিপজ্জনক কারণ হয়।

শেইখ ঈসা কাসিম গাজার যুদ্ধ এবং এর মত ক্ষয় ক্ষতি হয় এমন অন্য যেকোনো যুদ্ধ মোকাবেলায়, জাতির পূর্ণ আধিপত্যের প্রয়োজনীয়তার উপর গুরুত্বারোপ করে সতর্কতা ও গুরুত্বের সাথে সমাজে ধ্বংসাত্মক ফেসাদ অনুপ্রবেশে শত্রুর যেকোনো চেষ্টাকে দ্রুত নিষ্ক্রিয় করার আহবান জানান; তিনি বলেন, এমন কি তা জ্ঞান বা দ্বীনের খেদমতের নামেও হতে পারে।

আয়াতুল্লাহ কাসিম তার বক্তব্যের শেষে বলেন, আমাদের উচিত সবচেয়ে বুদ্ধিমান, সবচেয়ে জ্ঞানী, সবচেয়ে শক্তিশালী এবং সবচেয়ে সাহসী জাতিতে পরিণত হওয়া।#176A