‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : ABNA
বুধবার

১৫ নভেম্বর ২০২৩

২:৪৮:১৭ PM
1411848

পাকিস্তান সরকারের উচিত ফিলিস্তিন ইস্যুতে তাদের অবস্থান সুস্পষ্ট করা: আল্লামা ইকবাল রাজাভি

পাকিস্তান মুসলিম ঐক্য পরিষদের ভাইস-চেয়ারম্যান ফিলিস্তিন ইস্যুতে পাকিস্তান সরকারের উদাসীনতার সমালোচনা করেন।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): পাকিস্তান মুসলিম ঐক্য পরিষদের ভাইস-চেয়ারম্যান আল্লামা ইকবাল রাজাভি বলেন, ফিলিস্তিনে ১২ হাজার মুসলমান শহীদ হয়েছেন যাদের মধ্যে ৩ হাজারই শিশু, কিন্তু ইসলামি দেশগুলি বিবৃতি দেয়া এবং সভা-সমাবেশের আয়োজনের বাইরে আর কিছুই করছে না।

তিনি বলেন, গাজার জনগণ আরব লীগ এবং ওআইসির নিকট জানতে চায়, কেন মুসলিম দেশগুলির ৫০ হাজার সৈন্য এখন উটপাখির মতো মরুভূমির বালিতে মাথা লুকিয়ে আছে?

আল্লামা আহমাদ ইকবাল রাজাভি আরও বলেন, পাকিস্তানের সংবিধান ও জনগণ ইসরাইলকে একটি দেশ হিসেবে মেনে নিতে পারে না।

পাকিস্তান মুসলিম ঐক্য পরিষদের ভাইস-চেয়ারম্যান বলেন, সরকার কেন কোন সিদ্ধান্ত গ্রহণ করছে না? ফিলিস্তিন ইস্যুতে নিজেদের অবস্থান সুস্পষ্ট করুন, অন্যথায় বিক্ষোভ সমাবেশ ডাকা হবে।#176A