‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : ABNA
বুধবার

১৫ নভেম্বর ২০২৩

২:৫৩:০৭ PM
1411850

অধিকৃত ফিলিস্তিনের ইলাত বন্দরে ইরাকি নুজাবাদের রকেট হামলা

নুজাবার মহাসচিব ইলাত বন্দরে সফল রকেট হামলার তথ্য প্রকাশ করে বলেছেন, ইরাকি প্রতিরোধ আন্দোলনের রকেট জর্ডান, সৌদি আরব ও ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ব্যর্থ করতে সক্ষম হয়েছে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): নুজাবার মহাসচিব ইলাত বন্দরে সফল রকেট হামলার তথ্য নিশ্চিত করে বলেন, ইরাকি প্রতিরোধ আন্দোলনের রকেট জর্ডান, সৌদি আরব ও ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ব্যর্থ করেছে।

একটি বার্তায় শেইখ ইকরাম আল-কাবী অধিকৃত ফিলিস্তিনের ইহুদিবাদী লক্ষবস্তুতে সফল ও নিখুঁত হামলার খবর দেন এবং ইহুদিবাদী সরকার ও আমেরিকাকে হুশিয়ারি দিয়ে বলেন, আরও চমক আসছে।

ইরাকি প্রতিরোধ গোষ্ঠীগুলোর সমন্বয় কমিটির সেক্রেটারি ঘোষণা দেন, ইরাকের ইসলামি প্রতিরোধের সাহসী শিয়া মুজাহিদগণ আল্লাহর রহমতে অধিকৃত ফিলিস্তিনের ‘ইলাত’ বন্দরে আঘাত হানতে সক্ষম হয়েছে এবং জর্ডান ও আরব উপদ্বীপে থাকা অপরাধী ইহুদীবাদের সাঙ্গোপাঙ্গরা তা ঠেকাতে ব্যর্থ হয়েছে।

তিনি ইহুদিবাদী সরকার ও মার্কিন যুক্তরাষ্ট্রের নেতাদেরকে বড় শয়তান এবং ইসরায়েলের অপরাধযজ্ঞের অংশীদার হিসেবে আখ্যায়িত করে সতর্ক করেন, তারা কখনই সুখের স্বাদ পাবে না এবং গাজার জনগণ ও শিশুদের বিরুদ্ধে তাদের অপরাধের প্রায়শ্চিত্ত করতে পারবে না।#176A