‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
বুধবার

১৫ নভেম্বর ২০২৩

৪:৩৬:১০ PM
1411892

‘গাজা ইস্যুতে মার্কিন অবস্থান নিরাপত্তা পরিষদকে অচল করে দিচ্ছে’

রাশিয়া বলেছে, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় রক্তপাত বন্ধের জন্য আন্তর্জাতিক অঙ্গন থেকে যে উদ্যোগ নেয়া হচ্ছে তা আমেরিকা নিজের ভেটো ক্ষমতা দিয়ে নস্যাৎ করে দিচ্ছে।

গাজায় বেসামরিক লোকজনের মৃত্যু এবং চরম দুর্ভোগের অবসান ঘটানোর বিষয়ে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এবং বিভিন্ন দেশের সরকারের পক্ষ থেকে যুদ্ধ বিরতির আহ্বান জানানো সত্ত্বেও ইসরাইল তাতে কান দিচ্ছে না। ইসরাইলের প্রতি আমেরিকার অকুণ্ঠ সমর্থনের কারণে ইসরাইল মূলত এই দুঃসাহস দেখাচ্ছে।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল (সোমবার) এক বিবৃতিতে বলেছে, জাতিসংঘের সমস্ত প্রতিনিধি যৌথভাবে গাজায় দ্রুত মানবিক যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছেন যার প্রেক্ষাপটে গাজার মানুষ সম্মিলিত অমানবিক শাস্তি থেকে মুক্তি পাবে এবং শিশু-নারী এবং বৃদ্ধরা দুর্ভোগ থেকে বাঁচবে। কিন্তু একমাত্র আমেরিকার বিরোধিতার কারণে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ তাদের ক্ষমতাকে সরাসরি ব্যবহার করতে পারছে না।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় আরো বলেছে, ইহুদিবাদী ইসরাইল গাজা উপত্যকাসহ ফিলিস্তিনি ভূখণ্ডে আন্তর্জাতিক আইন মেনে চলতে বাধ্য।

গত ৭ অক্টোবর গাজা-ইসরাইল যুদ্ধ শুরু হওয়ার পর এই যুদ্ধ বন্ধের বিষয়ে রাশিয়া দুটি এবং ব্রাজিল একটি প্রস্তাব উত্থাপন করলেও আমেরিকা তাতে ভেটো দিয়েছে। অবশ্য আমেরিকার তোলা একটি প্রস্তাবে রাশিয়া এবং চীন ভেটো দিয়েছে কারণ ওই প্রস্তাবটি ছিল ইসরাইলের প্রতি চরমভাবে পক্ষপাতপূর্ণ। আমেরিকা মানবিক কারণে যুদ্ধবিরতির আহ্বান জানালেও বারবার বলছে, পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি শুধুমাত্র হামাসকে সাহায্য করবে।#