‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
বুধবার

১৫ নভেম্বর ২০২৩

৪:৩৮:২৪ PM
1411896

গাজার সর্বশেষ পরিস্থিতি নিয়ে ইরান-কাতার পররাষ্ট্রমন্ত্রীদের ফোনালাপ

ইরান ও কাতারের পররাষ্ট্রমন্ত্রীরা গাজা উপত্যকায় ফিলিস্তিনি জনগণের ওপর ইহুদিবাদী ইসরাইলের নৃশংস আগ্রাসন বন্ধে কূটনৈতিক উদ্যোগের সর্বশেষ পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেছেন।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইরানি পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আলে-সানির সঙ্গে টেলিফোনে গাজা পরিস্থিতি নিয়ে কথা বলেন।

ফোনালাপে গাজা পুনর্গঠন বিষয়ক কাতারি কমিটির সদর দপ্তরে বোমা হামলার বিষয়টি নিয়েও আলোচনা করা হয়। সেইসঙ্গে গাজায় জাতিগত শুদ্ধি অভিযান এবং মানবিক বিপর্যয় নিয়েও পর্যালোচনা করেন দু'দেশের পররাষ্ট্রমন্ত্রী। উভয় নেতাই গাজায় অবিলম্বে যুদ্ধাপরাধ বন্ধ করা এবং ফিলিস্তিনের নিরাশ্রয় জনগণের জন্য জরুরি ত্রাণ পৌঁছানোর ওপর গুরুত্বারোপ করেন।

৭ অক্টোবর আল-আকসা তুফান অভিযানে ইসরাইলের সকল দম্ভ চুরমার হয়ে যাবার পর নিজেদের পরাজয়ের লজ্জা ঢাকা দেওয়ার স্বার্থে নিরীহ গাজাবাসীদের ওপর নির্বিচার গণহত্যা চালিয়ে যাচ্ছে দখলদার বাহিনীর সেনারা।

ইহুদিবাদী সেনাদের হামলায় ফিলিস্তিনি শহীদের সংখ্যা বেড়ে ১১ হাজার ৫০০ জনে দাঁড়িয়েছে। শহীদদের এই সংখ্যার মধ্যে ৫ হাজার ১০৪ শিশু এবং ৩ হাজার ১৩০ নারী রয়েছে।#

342/