‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
বুধবার

১৫ নভেম্বর ২০২৩

৪:৪১:০৭ PM
1411902

ফিলিস্তিনিদের আত্মত্যাগ আন্তর্জাতিক জালিমি ব্যবস্থার পতন ঘটাবে: ইরানের প্রেসিডেন্ট

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইবরাহিম রায়িসি বলেছেন, গাজায় ইহুদিবাদীদের ভয়াবহ অপরাধযজ্ঞ যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর মানবাধিকার সংক্রান্ত মিথ ভেঙে দিয়েছে।

পশ্চিমা দেশগুলো নিজেদেরকে সব সময় মানবাধিকারের রক্ষক বলে দাবি করে থাকে এবং এই ইস্যুতে অন্যান্য দেশের ওপর চাপ প্রয়োগও তাদের পররাষ্ট্র নীতির অংশ। যদিও ইরান প্রথম থেকেই বলে এসেছে, আমেরিকাসহ পশ্চিমাদের মানবাধিকারের শ্লোগান কেবলি লোকদেখানো। তারা নিজেদের স্বার্থ রক্ষার প্রয়োজনে মানবাধিকার ইস্যুকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে থাকে।

ইরানের প্রেসিডেন্ট দেশটির মন্ত্রিসভার বৈঠকে গাজায় ইহুদিবাদীদের ভয়াবহ অপরাধের বিষয়ে আন্তর্জাতিক সংস্থাগুলোর নীরবতা এবং গণহত্যার প্রতি যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর অকুণ্ঠ সমর্থনের তীব্র সমালোচনা করেছেন। তিনি আরও বলেন, ‌আজ ফিলিস্তিনিদের বিরুদ্ধে অন্যায়ভাবে পাশবিক হত্যাযজ্ঞ চালানো হচ্ছে। পশ্চিমারা এতে সরাসরি সমর্থন ও সহযোগিতা দিচ্ছে। তবে বিশ্বের বর্তমান জালিমি ব্যবস্থা থেকে উত্তরণ এবং গোটা বিশ্বে ন্যায়বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে ফিলিস্তিনিদের এই রক্ত ভিত্তি হিসেবে কাজ করবে। 

ইরানের প্রেসিডেন্ট শিল্প-সাহিত্যের মাধ্যমে ফিলিস্তিনিদের ওপর জুলুম-নির্যাতন ও হত্যার চিত্র বিশ্ববাসীর সামনে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন।#


342/