‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
বৃহস্পতিবার

১৬ নভেম্বর ২০২৩

১:৩৪:০৯ PM
1412176

জনগণ ভোট দিলেই নির্বাচন গ্রহণযোগ্য-আইনমন্ত্রী; বিএনপি না আসলেও অন্যরা আসবে- তথ্যমন্ত্রী

নির্বাচনে জনগণ যদি ভোট দেয় সেটাই গ্রহণযোগ্য, সেখানে কে অংশ নিল আর কে না নিল সেটি বড় ব্যাপার না বলে মন্তব্য করেছেন আইন বিচারক সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক। আজ বৃহস্পতিবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

বিএনপি নির্বাচনে আসবে না। এ অবস্থায় সরকারের অবস্থান জানতে চাইলে আনিসুল হক বলেন, সংবিধান অনুযায়ী দেশ চলবো। সংবিধানের বাইরে  কিছুই হবে না। কারণ জনগণ হচ্ছে মূল শক্তি । একটা বড় দল না আসলে নির্বাচন গ্রহণযোগ্য হবে কি না-জানতে চাইলে আনিসুল হক বলেন, ‘নির্বাচন হচ্ছে জনগণ যদি ভোট দেয়। কে আসলো কে না আসলো... কোন রাজনৈতিক দল আসলো কোন রাজনৈতিক দল আসলো না, সেটা বড় ব্যাপার না। জনগণ যদি ভোট দেয় সেটাই গ্রহণযোগ্য। কারণ হচ্ছে জনগণই সব ক্ষমতার উৎস।’

আর তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি যদি নির্বাচনে না আসে তাতে কোনো সমস্যা নেই । অন্য দলগুলো ঠিকই ভোটে আসবে বলে আশা তথ্যমন্ত্রীর। বৃহস্পতিবার দুপুরে ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনে এক অনুষ্ঠানে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, ২০১৪ আর ২০১৮ সালের তুলনায় বিএনপির শক্তি অনেক কমে গেছে। নিশ্চিত পরাজয় হবে জেনেই নির্বাচনে আসছে না বিএনপিসহ সমমনা কয়েকটি দল। এই কারণেই নির্বাচন প্রতিহত করা অপচেষ্টা করছে তারা।#

342/