‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
শুক্রবার

১৭ নভেম্বর ২০২৩

২:৪০:৩৯ PM
1412425

‘ইসরাইল গাজায় হামলা বন্ধ করবে এটা প্রত্যাশা করা বাস্তবসম্মত নয়’

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইল যে যুদ্ধ চালাচ্ছে তা তারা বন্ধ করবে -এমন প্রত্যাশা করা বাস্তবসম্মত নয়, কারণ ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাস এরইমধ্যে ঘোষণা করেছে যে, তারা ইসরাইলের ওপর আক্রমণ বন্ধ করবে না।

আজ (বৃহস্পতিবার) চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের পর একথা বলেন জো বাইডেন। স্যান ফ্রান্সিসকোয় এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন বা অ্যাপেকের শীর্ষ সম্মেলনের অবকাশে চীনা প্রেসিডেন্টের সঙ্গে জো বাইডেনের বৈঠক হয়।

বাইডেন বলেন, “হামাস এরইমধ্যে প্রকাশ্যে ইসরাইলের ওপর আগের মতো হামলা চালানোর ঘোষণা দিয়েছে। ফলে তারা যুদ্ধ বন্ধ করবে এবং আর কিছুই করবে না -এটা ধারণা করা বাস্তব সম্মত নয়।”

মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন, ইসরাইল বিমান থেকে বোমাবর্ষণের বদলে এখন গাজায় স্থল অভিযানের দিকে বিশেষ গুরুত্ব দিচ্ছে। ফলে ইসরাইল কার্পেট বোম্বিং করছে না; এটি ভিন্ন কিছু। তারা টানেলের ভেতরে অভিযান চালাচ্ছে, হাসপাতালে অভিযান চালাচ্ছে। ফলে আগে যে নির্বিচারে বোমা বর্ষণ হচ্ছিল এখন তারা তার চেয়ে ভিন্ন কিছু করছে বলে আমি মনে করি।”

মার্কিন প্রেসিডেন্ট যখন এই কথা বলছেন তখন গাজার সাবরা শরণার্থী শিবিরে একটি মসজিদে ইসরাইল বোমা হামলা চালিয়েছে যাতে অন্তত ৫০ জন শহীদ হয়েছেন। চলমান গাজা-ইসরাইল যুদ্ধ শুরুর প্রথম থেকেই ইসরাইলের প্রতি অকুন্ঠ সমর্থন দিয়ে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।# 

342/