‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
শনিবার

১৮ নভেম্বর ২০২৩

২:২৬:৩০ PM
1412737

গাজার শিশুদের সমর্থনে তেহরানে মহাসমাবেশ চলছে; গ্রাম-গঞ্জেও মিছিল

গাজার শিশুদের প্রতি সমর্থন জানিয়ে ইরানের রাজধানী তেহরানের ইনকিলাব চত্বরে এই মুহূর্তে বিশাল জনসমাবেশ চলছে। আজ বিকেল থেকে এই সমাবেশ শুরু হয়েছে। তবে দেশের অন্যান্য শহর ও গ্রামে সকাল থেকেই বিক্ষোভ ও সমাবেশ চলছে।

তেহরানের বিক্ষোভকারীরা অবিলম্বে গাজায় শিশুহত্যা তথা গণহত্যা বন্ধের দাবি জানাচ্ছেন। তাদের হাতে হাতে ফিলিস্তিনের পতাকা শোভা পাচ্ছে। ইনকিলাব চত্বরের মাঝখানে গাজার শহীদ শিশুদের স্মরণে অসংখ্য প্রতীকী লাশ রাখা হয়েছে।

ইনকিলাব চত্বর এখন 'আল্লাহু আকবার' ধ্বনিতে প্রকম্পিত। আল্লাহু আকবার ধ্বনির পাশাপাশি সেখানে 'ইসরাইল ধ্বংস হোক', 'আমেরিকা নিপাত যাক', 'ফিলিস্তিন মুক্ত হবেই'- এ ধরণের নানা শ্লোগান প্রতিধ্বনিত হচ্ছে। সমাবেশের শুরুতেই গাজাবাসীদের সমর্থনে সঙ্গীত পরিবেশন করেছেন বিভিন্ন শিল্পী গোষ্ঠী।

গাজায় হামলার একটি দৃশ্য

সমাবেশস্থলে বিশাল বিলবোর্ডে গাজায় শিশুহত্যা সংক্রান্ত বিশাল ছবি শোভা পাচ্ছে। সেখানে লেখা আছে- 'বাবার সঙ্গে না পেরে কাপুরুষ শত্রুরা সন্তানদের হত্যা করছে।'

গত ৪৩ দিন ধরে গাজায় নির্বিচার বিমান হামলা চালিয়ে যাচ্ছে দখলদার ইসরাইলি বাহিনী। এই হামলায় ১২ হাজারের বেশি ফিলিস্তিনি শহীদ হয়েছেন। এর মধ্যে শিশু রয়েছে পাঁচ হাজারের বেশি। আরও প্রায় দুই হাজার শিশুর লাশ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে।#


342/