‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : ABNA
শনিবার

১৮ নভেম্বর ২০২৩

৪:৫২:৪১ PM
1412864

গাজায় ইহুদিবাদী হামলায় হামাসের হাতে আটক ইসরাইলি নারী নিহত হয়েছে

ফিলিস্তিনি প্রতিরোধ-যোদ্ধাদের পক্ষ থেকে, গত ৯ই নভেম্বর গাজা-উপত্যকায় ইসরাইলের বিমান হামলায় নিহত এক ইসরাইলী বন্দী-নারীর ছবি প্রকাশ করা হয়েছে।

আহলে বাইত বার্তা সংস্থা (আবনা): হামাসের সামরিক শাখা ইজ্জেদ্দিন কাসসাম ব্রিগেড গত ৯ই নভেম্বর গাজা-উপত্যকায় ইসরাইলি বিমান হামলায় নিহত এক বন্দী মহিলার ভিডিও বার্তা প্রচার করেছে।

ঐ ভিডিওতে, ইহুদিবাদী শাসকগোষ্ঠীর রাজনৈতিক ও সামরিক নেতাদের সম্বোধন করে তিনি বলেছেন: আমার নাম "ফাউভেল আজয় মার্ক এসিয়ানি" আমার বাবার নাম অভি মার্টিসিয়ানো এবং আমার মায়ের নাম কর্ন মার্টিসিয়ানো। আমি মাওদাইন শহরের বাসিন্দা। আমার বয়স ১৯ বছর এবং আমি মূলতঃ মরক্কোর বংশোদ্ভূত। বর্তমানে গাজায় অবস্থান করছি। গাজার সব এলাকা রকেট হামলার কবলে। আমি চার দিন ধরে এখানে রয়েছি এবং আমার সঙ্গে অন্য বন্দিরাও আছে। ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হওয়ার ঘটনায় আমরা উদ্বিগ্ন। দয়া করে এসব হামলা বন্ধ করুন। আমাদের খুব কাছাকাছি বিস্ফোরণ ঘটছে।

এই ভিডিওর ধারাবাহিকতায় গাজা উপত্যকায় ইহুদিবাদী শাসকদের বিমান হামলায় নিহত ঐ বন্দীর ছবিও প্রকাশ করা হয়।#176k