‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : ABNA
বুধবার

২২ নভেম্বর ২০২৩

১২:০৪:২৮ AM
1413831

চিকিৎসা সরঞ্জামের অভাবে শাফা হাসপাতালে ৩২ রোগী ও শিশুর মৃত্যু

গাজা হাসপাতালের মহাপরিচালক এক ঘোষণায় বলেছেন, চিকিৎসা সরঞ্জামের অভাবে শাফা হাসপাতালে ৩২ জন রোগী ও বেশ কয়েকজন শিশু শাহাদাত বরণ করেছে।

 আহলে বাইত বার্তা সংস্থা (আবনা): ডক্টর মোহাম্মাদ জাগুত বলেন যে, শাফা হাসপাতালে বর্তমানে শত শত যুদ্ধাহত ব্যক্তি ভর্তি রয়েছে, তারা এই হাসপাতাল ছেড়ে কোথাও যেতে পারছে না।

শত্রুরা এই হাসপাতালে জ্বালানি সরবরাহ প্রদানের বিষয়ে যেসব খবর প্রকাশ করছে তা সম্পূর্ণ মিথ্যা। এসব খবর বিশ্ববাসীর প্রতি উপহাসের নামান্তর। যে পরিমাণ জ্বালানী দেওয়া হচ্ছে তা হাসপাতালের এক ঘন্টা কাজের জন্যও যথেষ্ট নয়। গাজায় অসুস্থ, যুদ্ধাহত, অপুষ্ট-শিশুদের স্থানান্তরের জন্য কোন নিরাপদ স্থান নেই।

গতকাল আমরা একটি অ্যাম্বুলেন্স পাঠানোর জন্য মিশরকে অনুরোধ জানিয়েছি।#১৭৬k