‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : ABNA
বুধবার

২২ নভেম্বর ২০২৩

১২:১৬:৫৪ AM
1413833

ইহুদিবাদী শাসকের প্রতিনিধির নির্লজ্জ হুমকি: গাজাকে পুড়িয়ে দাও

ইহুদিবাদী পার্লামেন্টের সদস্য বলেছে, আমাদের বন্দীদের মুক্তি না দেওয়া পর্যন্ত গাজার পানি ও জ্বালানি বন্ধ করে দেওয়া আমাদের নীতি হওয়া উচিত।

আহলে বাইত (সাঃ) বার্ত সংস্থা (আবনা): ইহুদিবাদী পার্লামেন্টের সদস্য ‘নিসিম ফাতুরি’ বলেছে, হামাসের সাথে লেনদেন, ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন বা জ্বালানি আমদানির মতো বিষয় নিয়ে ইসরাইলের ব্যস্ততা দেখায় যে আমরা কিছুই শিখিনি।

আমরা অতি মানবিক আচরণ করি দাবি করে সে আরও বলেছে, গাজায় জ্বালানি সরবরাহ নয়; বরং গাজাকে জ্বালানি দিয়ে পুড়িয়ে ফেলতে হবে। ইহুদিবাদী পার্লামেন্টের এই সদস্য বলেছে, আমাদের বন্দীদের মুক্তি না দেওয়া পর্যন্ত গাজার পানি ও জ্বালানি বন্ধ করে দেওয়া আমাদের নীতি হওয়া উচিত।

ইতিপূর্বে, ইহুদিবাদী শাসকের সাংস্কৃতিক ঐতিহ্য মন্ত্রী গাজায় পারমাণবিক বোমাবর্ষণের আহ্বান জানিয়ে ধৃষ্টতাপূর্ণ বিবৃতি দিয়েছিল যা বিশ্বের অনেক নেতিবাচক প্রতিক্রিয়ার মুখোমুখি হয়েছিল।

উল্লেখ্য যে, ৭ই অক্টোবর, ২০২৩ শনিবার, ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীগুলো কুদস দখলদারদের বিরুদ্ধে গাজা (দক্ষিণ ফিলিস্তিন) থেকে "আল-আকসা ঝড়" নামে একটি অতর্কিত অভিযান শুরু করে এবং ইহুদিবাদী সরকার এই পরাজয়ের প্রতিশোধ ও ক্ষতিপূরণের জন্য এবং প্রতিরোধ গোষ্ঠীগুলোর অভিযান বন্ধ করার জন্য গাজা উপত্যকায় সমস্ত ক্রসিং বন্ধ করে দিয়েছে এবং গাজ’র আবাসিক এলাকাগুলোতে নিরীহ জনগণের উপর বিমান হামলা শুরু করে, এ নাগাদ ইসরাইলি বিমান হামলায় ১১ হাজারেরও বেশী বেসামরিক লোক শহীদ হয়েছে, যাদের মধ্যে বেশীরভাগ নারী ও শিশু।।#176S