‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : ABNA
শুক্রবার

২৪ নভেম্বর ২০২৩

৫:৫৭:৩৪ PM
1414507

আল্লামা রাজা নাসের:

নির্বাচনের আগে আমেরিকান ও ব্রিটিশ কূটনীতিকদের তৎপরতা উদ্বেগজনক!

তিনি বলেন: পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ জনগণ এমন একজন নেতা চায় যার একটি নিখুঁত অতীত আছে, যিনি স্বাধীন পররাষ্ট্রনীতি অনুসরণ করবেন এবং যার নিকট প্রথম অগ্রাধিকার পাবে সংবিধান ও আইন এবং দেশের স্বার্থ।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): পাকিস্তান মুসলিম ঐক্য পরিষদের চেয়ারম্যান আল্লামা রাজা নাসির আব্বাস জাফারি বলেছেন, অভ্যন্তরীণ দলগুলোর নেতাদের সঙ্গে আমেরিকান ও ব্রিটিশ কূটনীতিকদের বৈঠক পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয়ে সুস্পষ্ট হস্তক্ষেপ। তাদের এধরনের তৎপরতা কিছুতেই বরদাস্ত করা যায় না। আগামী নির্বাচনে জনগণ আমেরিকাপন্থী রাজনৈতিক দলগুলোকে প্রত্যাখ্যান করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আল্লামা রাজা নাসের বলেছেন: পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ জনগণ এমন একজন নেতা চায় যার একটি নিখুঁত অতীত আছে, যিনি স্বাধীন পররাষ্ট্রনীতি অনুসরণ করবেন এবং যার নিকট প্রথম অগ্রাধিকার পাবে সংবিধান ও আইন এবং দেশের স্বার্থ।

পাকিস্তান মুসলিম ঐক্য পরিষদের চেয়ারম্যান আরো বলেন: দেশের প্রকৃত অর্থনৈতিক বিপর্যয় ঘটেছিল তাদের শাসনামলে, যারা বিদ্যুৎ উৎপাদনের জন্য ব্যয়বহুল বেসরকারি বিদ্যুৎকেন্দ্র স্থাপনের অনুমোদন দিয়েছিল।#176K