‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
শনিবার

২৫ নভেম্বর ২০২৩

১:০১:২৬ PM
1414695

গাজার যুদ্ধবিরতি ইসরাইলি পাশবিকতা সমাপ্তির সূচনা: আমির-আব্দুল্লাহিয়ান

ইরানের পরররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থন না থাকলে ইহুদিবাদী ইসরাইল অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধ চালিয়ে যেতে পারত না। তিনি কাতার-ভিত্তিক আল-জাজিরা নিউজ চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে একথা বলেন।

আমির-আব্দুল্লাহিয়ান বলেন, মার্কিন সরকার তেহরানকে এই মর্মে বার্তা দিয়েছে যে, তারা চলমান যুদ্ধের পরিধি বাড়াতে চায় না। তাদেরকে আমরা এই জবাব দিয়েছি যে, ইসরাইলকে সমর্থন করে এবং তেল আবিবকে সমরাস্ত্র সরবরাহ করে তারাই যুদ্ধে পরিধি বিস্তৃত করছে।

গত ৭ অক্টোবর গাজা থেকে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা ইসরাইলে অনুপ্রবেশ করে আল-আকসা তুফান অভিযান চালানোর পর ইসরাইলি যুদ্ধ মেশিন চালু হয়। ইহুদিবাদীদের গত ৪৯ দিনের বিমান হামলায় গাজা উপত্যকায় ১৪,৮৫৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের মধ্যে ৬,১৫০ জন শিশু ও ৪,০০০ নারী রয়েছেন।

এরপর গত বুধবার ইসরাইল ও হামাসের মধ্যে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী শুক্রবার সকাল ৭টা থেকে চারদিনের জন্য যুদ্ধবিরতি শুরু হয়েছে এবং বিকেলে হামাস ১৩ ইসরাইলি বন্দিসহ ২৪ বন্দিকে মুক্তি দিয়েছে। অন্যদিকে ইহুদিবাদী ইসরাইল মুক্তি দিয়েছে ৩৯ ফিলিস্তিনি নারী ও কিশোরকে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী তার সাক্ষাৎকারে বলেন, গাজায় যে যুদ্ধবিরতি চলছে তা ওই উপত্যকায় ইসরাইলি পাশবিকতা সমাপ্তির সূচনা বলে মনে করছে তেহরান। আমির-আব্দুল্লাহিয়ান বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র মনে করছে যুদ্ধ শেষে কে গাজা নিয়ন্ত্রণ করবে তা ওয়াশিংটন ঠিক করে দিতে পারবে। কিন্তু আমেরিকা মারাত্মক ভুল করছে। গাজার ভবিষ্যত নির্ধারণ করবে একমাত্র ফিলিস্তিনিরা, অন্য কেউ নয়।#

342/