‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
মঙ্গলবার

২৮ নভেম্বর ২০২৩

৪:২৯:০৯ PM
1415641

‘ইরাক ও সিরিয়ায় মার্কিন সেনাদের উস্কানিমূলক উপস্থিতির অবসান ঘটানো উচিত’

ইরাক এবং সিরিয়ায় মার্কিন বাহিনীর উস্কানিমূলক উপস্থিতির অবসান ঘটানোর জন্য জো বাইডেন প্রশাসনকে পরামর্শ দিয়েছে দেশটির একটি গণমাধ্যম। ওয়াশিংটন থেকে পরিচালিত অনলাইন ম্যাগাজিন ‘রেসপন্সিবল স্টেটক্রাফট’ এ গতকাল (সোমবার) প্রকাশিত এক নিবন্ধে এ পরামর্শ দেয়া হয়।

এতে বলা হয়েছে, ইরাক এবং সিরিয়ায় মার্কিন সরকার যে সেনা মোতায়েন করে রেখেছে সে সিদ্ধান্ত ‘সেকেলে এবং অপ্রয়োজনীয়’। এসব সেনা প্রকৃতপক্ষে শান্তি রক্ষার কোনো কাজ করছে না বলে এই নিবন্ধে উল্লেখ করা হয়েছে।

অনলাইন ম্যাগাজিনটি আরো বলেছে, ইরাক ও সিরিয়ায় দায়েশের পুনরুত্থান ঘটতে পারে বলে দেশ দুটিতে যেসব সেনা মোতায়েন করে রাখা হয়েছে তাদেরকে সরিয়ে নিরাপদ স্থানে নেয়া উচিত এবং ইরাক ও সিরিয়ার সেনাবাহিনীকে তাদের নিরাপত্তা দেখার দায়িত্ব দেয়া দরকার।

ইহুদিবাদী ইসরাইল ফিলিস্তিনের গাজা উপত্যকার ওপর বর্বর আগ্রাসন শুরু করার পর মধ্যপ্রাচ্য থেকে বিশেষ করে ইরাক ও সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহারের বিষয়টি সামনে আসে। ইসরাইলি আগ্রাসনের পর এই আশঙ্কা জোরদার হয়েছে যে, পুরো মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে পড়তে পারে। এতে মার্কিন সেনারা দেশ দুটিতে নিরাপত্তাহীন হয়ে পড়বে।

মার্কিন ম্যাগাজিনটি আরো বলেছে, "সিরিয়া এবং ইরাক থেকে বেরিয়ে আসা আমেরিকানদেরকে কম নিরাপদ করে তুলবে না বরং স্থানীয় গেরিলাদেরকে এড়ানো যাবে।” ওই নিবন্ধে বলা হয়েছে, গত পাঁচ সপ্তাহে ইরাক এবং সিরিয়ায় আমেরিকার ৬০ জনের বেশি সেনা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় আহত হয়েছে।

ইরাকে প্রায় আড়াই হাজার এবং সিরিয়ায় ৯০০ মার্কিন সেনা মোতায়েন রয়েছে। আমেরিকা দাবি করে আসছে, উগ্র সন্ত্রাসী গোষ্ঠীর দায়েশের বিরুদ্ধে লড়াইয়ের জন্য এসব সেনাকে দেশ দুটিতে মোতায়েন রাখা হয়েছে।#

342/