‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : ABNA
শুক্রবার

১ ডিসেম্বর ২০২৩

৩:৫৪:৫৩ PM
1416344

ইহুদিবাদীরা নিজেদেরকে পৃথিবীর সকল ইহুদিদের প্রতিনিধি হিসেবে মনে করে এবং যে কোন ধরনের বিরোধিতাকে ইহুদি বিদ্বেষীর ট্যাগ লাগায়, যেখানে বিরোধীরা মূলতঃ ইহুদিবাদের বিরোধিতা করেছে এবং করছে, কিন্তু তারা তাদের বিরোধীদেরকে বিশ্বাসঘাতক ইহুদি বলে আখ্যা দেয়।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): বার্তা সংস্থা আবনা গাজার মানুষের গণহত্যায় ইহুদিবাদী সরকারের সাম্প্রতিক অপরাধযজ্ঞের সুত্র ধরে ইরানের কালিমিয়ানদের (হযরত মুসা (আ.)-এর অনুসারীদের) গ্রান্ড রাবাই এবং কালিমিয়ান সংঘের প্রধান ড. ইউনিস হামামি লালেযারের সাথে একটি বিশেষ সাক্ষাৎকারে, ইহুদিদের মধ্যে ইহুদিবাদের অবস্থানের বিষয়টি পর্যালোচনা করা হয়েছে।

 ড. হামামি লালেযার ইহুদি ও ইহুদিবাদের মধ্যে পার্থক্য উল্লেখ করে বলেন, ইতিহাস সাক্ষী সাধারণ ইহুদিরা ইসলামি দেশগুলিতেই বেশি শান্তিপূর্ণ ও নিরাপদ জীবন যাপন করেছে। আমরা অন্যায়পূর্বক কোন জমি দখল করার বিষয়ে সম্মত নই, কিন্তু ব্রিটিশ ও আমেরিকা মধ্যপ্রাচ্য কেন্দ্রীক নির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে বিভাজন সৃষ্টি করেছে এবং এমন প্রেক্ষাপট তৈরি করেছে যাতে মধ্যপ্রাচ্যে ইসরায়েল নামক একটি দেশ গঠিত হয়। ইহুদিবাদীরা ফিলিস্তিনের ভূমিতে নিজেদেরকে পৃথিবীর ইহুদিদের প্রতিনিধি হিসেবে পরিচয় করায়, যেখানে বাস্তবতা ভিন্ন এবং এক্ষেত্রে তারা মিডিয়াতে ব্যাপকভাবে প্রচারণা চালায় যে, অন্যান্য দেশের ইহুদিরা সংখ্যালঘু এবং চাপের মধ্যে সময় পার করছে, পাশাপাশি তাদেরকে উৎসাহিত করা হয় যাতে তারা ফিলিস্তিনের অধিকৃত অঞ্চলে অভিবাসন করে।

তিনি বলেন, ইহুদিবাদীরা চেয়েছিল নিজেদেরকে পৃথিবীর সকল ইহুদিদের প্রতিনিধি হিসেবে তুলে ধরতে এবং যেকোন বিরোধিতায় ইহুদি বিদ্বেষের ট্যাগ লাগিয়ে দিতে, যেখানে বিরোধীরা মূলতঃ ইহুদিবাদের বিরোধিতা করে। এছাড়া  তারা তাদের বিরোধীদেরকে বিশ্বাসঘাতক ইহুদি বলেও আপবাদ দিয়ে থাকে।

ড. হামামি লালেযার উল্লেখ করেন, বর্তমানে আমরা দেখতে পাচ্ছি, বিভিন্ন দেশে, এমনকি আমেরিকা ও ইউরোপে, ইহুদিবাদী সরকারের অন্যায়ের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ চলছে। অধিকাংশ ইহুদিরাই চায় অন্যদের সাথে শান্তিপূর্ণ সহবস্থান করতে। এমনকি তারা পছন্দ করে না, ইহুদিবাদী সরকার তাদের নামে অপরাধযজ্ঞ পরিচালনা করুক।

ইহুদিবাদীদেরকে ইহুদিদের প্রতিনিধি হিসেবে অস্বীকার করে কালিমিয়ান সংঘের প্রধান বলেন, প্রচার প্রচারণার পাশাপাশি তাদের সঙ্কীর্ণ ও অতি আকাঙ্ক্ষী মনোভাব বিবাদ ও যুদ্ধ সৃষ্টির কারণ হয়েছে; যেরূপ কয়েকবছর আগে সন্ত্রাসীগোষ্ঠী দায়েশ নিজেদেরকে ইসলামের প্রতিনিধি হিসেবে পরিচয় করাতো, যেখানে ১৪০০ বছরের মুসলমানদের আচরন ছিল ভিন্ন। তেমনি ইহুদিবাদ এবং ইহুদি ধর্মের মধ্যে সম্পর্ক ভিন্ন।#176A