‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
শনিবার

৯ ডিসেম্বর ২০২৩

৬:১৯:৩৬ PM
1418609

বিশ্ব নেতারা বলছেন এটা আমেরিকার দ্বিচারিতা, অপরাধে সহযোগিতার অভিযোগ

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর ইহুদবাদী ইজরাইলি সেনাদের যে বর্বর আগ্রাসন চলছে তা বন্ধের দাবিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে তোলা প্রস্তাবে আমেরিকা ভেটো দেয়ার পর দেশটির সমালোচনায় মুখর হয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়।

বিশ্বের মানবাধিকার সংগঠনগুলো বলেছে, যুদ্ধবিরতির প্রস্তাবে ভেটো দিয়ে আমেরিকা ইসরাইলের এই যুদ্ধ অপরাধের সহযোগী হিসেবে নিজেকে তুলে ধরেছে। সংস্থাগুলো বলছে, আমেরিকা গাজার বেসামরিক জনগণের নজিরবিহীন ভোগান্তির বিষয়টিকে সম্পূর্ণভাবে অবজ্ঞা করেছে।

গতকাল (শুক্রবার) ওই প্রস্তাবের পক্ষে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যের মধ্যে ১৩টি সদস্য দেশ ভোট দেয়। কিন্তু আমেরিকা এর বিরুদ্ধে ভোট দিয়েছে এবং ব্রিটেন ভোটদানে বিরত ছিল। প্রস্তাবের বিরুদ্ধে ভেটো দেয়ার পর ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোহাম্মদ শাতাইয়া তার প্রতিক্রিয়ায় বলেন, “এটি অত্যন্ত দুঃখজনক এবং গাজায় গণহত্যা, ধ্বংসযজ্ঞ এবং সেখানকার মানুষদেরকে উদ্বাস্তু করে দেয়ার জন্য দখলদার ইসরাইলকে ব্ল্যাংক চেক দেয়া হলো।” জাতিসংঘে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত রিয়াদ মানসুর বলেছেন, এই ভেটোর ফলাফল হবে বিপর্যয়কর।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান বলেছেন, যতক্ষণ পর্যন্ত ইহুদিবাদী ইসরাইলের অপরাধযজ্ঞের প্রতি আমেরিকার সমর্থন ও যুদ্ধ অব্যাহত থাকবে ততক্ষণ পর্যন্ত মধ্যপ্রাচ্যের বিস্ফোরণের সম্ভাবনা থেকে যাবে যা নিয়ন্ত্রণ করা অসম্ভব হবে।

তুরস্ক বলেছে, জাতিসংঘে এই ভোটের মাধ্যমে আমেরিকা নিজেকে আন্তর্জাতিক অঙ্গনে একঘরে করে ফেলেছে এবং ইসরাইল ইস্যুতে মার্কিন রাজনীতির অসহায়ত্ব ফুটে উঠেছে। মার্কিন ভোটের পর চীন বলেছে, “একদিকে গাজার মানুষের জীবন বাঁচানোর কথা বলা আর অন্যদিকে যুদ্ধ বন্ধের বিরুদ্ধে ভেটো দেয়া- কপটতা ছাড়া কিছু নয়।”

মার্কিন ভেটোর বিরুদ্ধে ক্ষোভ জানিয়ে রাশিয়ার উপ প্রথম স্থায়ী প্রতিনিধি দিমিত্রি পলিয়ানস্কি বলেছেন, এর মাধ্যমে আমেরিকা গাজার হাজারো মানুষের মৃত্যুদণ্ডের রায় দিয়েছে। ফ্রান্সের রাষ্ট্রদূত বলেছেন, “আবারো নিরাপত্তা পরিষদ গাজা ইস্যুতে ঐকমত্যে আসতে ব্যর্থ হলো।”

এছাড়া, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, ডক্টর্স উইদাউট বর্ডার্স এবং হিউম্যান রাইটস ওয়াচ মার্কিন ভেটোর বিরুদ্ধে শক্ত কথা বলেছে।#

342/