‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
বুধবার

১৩ ডিসেম্বর ২০২৩

১০:৩২:৪২ AM
1419809

গাজায় নির্বিচার বোমা হামলার জন্য সমর্থন হারাচ্ছে ইসরাইল: বাইডেন

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বেসামরিক জনগণের ওপর নির্বিচারে বোমাবর্ষণের জন্য ইহুদিবাদী ইসরাইল আন্তর্জাতিক সমর্থন হারাচ্ছে। গতকাল (মঙ্গলবার) নির্বাচনী তহবিল সংগ্রহের এক সভায় প্রেসিডেন্ট বাইডেন একথা বলেন। একই সঙ্গে তিনি ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে তার সরকারে পরিবর্তন আনার আহ্বান জানান।

বাইডেন বলেন, একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের সৃষ্টিকে ‘না বলতে’ পারে না ইসরাইল। তিনি আরো বলেন, গাজায় নির্বিচার বোমা হামলার কারণে ওয়াশিংটনের ঘনিষ্ঠ মিত্রদের মধ্যেও ইসরাইলের প্রতি সমর্থন কমতে পারে।

গতকাল জাতিসংঘ সাধারণ পরিষদে যে ভোটাভুটি হয়েছে তাতে যুদ্ধবিরতি প্রস্তাবের পক্ষে ১৫৩টি ভোট দিয়েছে যার মধ্যে আমেরিকার অত্যন্ত ঘনিষ্ঠ মিত্র কানাডা, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড রয়েছে। এছাড়া ভোটদানে বিরত ছিল ব্রিটেন, নেদারল্যান্ড, জার্মানি, ইতালি এবং ইউক্রেনের মতো দেশ। এই প্রস্তাবের পক্ষে উল্লেখযোগ্য শক্তিধর দেশ হিসেবে আমেরিকা ও অস্ট্রিয়ার সমর্থন পেয়েছে ইসরাইল। বাইডেনের গতকালের এই বক্তব্যকে ইসরাইলের বিরুদ্ধে এ যাবতকালের সবচেয়ে কড়া সমালোচনা মনে করা হচ্ছে।

তিনি বলেছেন, “ইসরায়েলের নিরাপত্তা আমেরিকার ওপর নির্ভর করতে পারে, কিন্তু এই মুহূর্তে এটি শুধুমাত্র যুক্তরাষ্ট্রের বিষয় নয়। এর সাথে ইউরোপীয় ইউনিয়ন রয়েছে, ইউরোপ রয়েছে, বিশ্বের বেশিরভাগ দেশ রয়েছে। নির্বিচারে বোমা হামলার মাধ্যমে ইসরাইল সেই সমর্থন হারাতে শুরু করেছে।”

বাইডেন এমন সময় এই বক্তব্য দিলেন যখন তার প্রশাসন দখলদার সেনাদের বর্বরতা চালানোর জন্য গত ৭ অক্টোবর যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত ইসরাইলকে লাগাতার সমর্থন দিয়ে চলেছে। এমনকি, মার্কিন সরকার কংগ্রেসকে পাশ কাটিয়ে ইসরাইলকে অস্ত্র দিয়েছে এবং সেই অস্ত্র ব্যবহার করে গাজায় নারকীয় তাণ্ড চালাচ্ছে দখলদার সেনারা যার অসহায় শিকার হচ্ছে গাজার নিরপরাধ মানুষ।#

342/