‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
বৃহস্পতিবার

১৪ ডিসেম্বর ২০২৩

৪:০৫:৩৯ PM
1420273

‘ইসরাইল সিনওয়ারকে হত্যা করতে সক্ষম হলেও হামাস ধ্বংস হবে না’

ইহুদিবাদী ইসরাইল অবরুদ্ধ গাজা উপত্যকায় হামাসকে ধ্বংস করার যে লক্ষ্য নির্ধারণ করেছে তেল আবিব এখন পর্যন্ত তার ধারেকাছেও যেতে পারেনি বলে মনে করছেন ওয়াশিংটন ডিসির আরব সেন্টারের ‘ডাইরেক্টর অব রিসার্স’ ইমাদ হার্ব। তিনি হামাসকে ধ্বংস করার লক্ষ্যকে ‘অসাধ্য’ বলে মন্তব্য করেছেন।

ইমাদ হার্ব গতরাতে আল-জাযিরাকে বলেছেন, “যতক্ষণ পর্যন্ত গাজার উত্তর, দক্ষিণ বা অন্য যেকোনো অংশে কেউ প্রতিরোধ করতে থাকবে, যতক্ষণ পর্যন্ত কিছু মানুষ লড়াই করতে এবং গুলি চালাতে থাকবে ততক্ষণ পর্যন্ত হামাসকে ধ্বংস করা সম্ভব নয়।”

যুদ্ধ কতদিন চলবে তার কোনো দৃশ্যমান সীমারেখা নেই বলে ‘সময়’ ইসরাইলের বিরুদ্ধে চলে যাচ্ছে বলে তিনি মন্তব্য করেন। তিনি নিজের এ বক্তব্যের সমর্থনে কয়েকটি যুক্তি তুলে ধরেন। হার্ব বলেন, প্রথমত, হাজার হাজার রিজার্ভ সেনাকে তাদের কর্মস্থল থেকে তলব করে যুদ্ধের ময়দানে নামিয়ে দেয়ার কারণে ইসরাইলের অর্থনীতির ক্ষতি হচ্ছে।  দ্বিতীয়ত, যুদ্ধ চলতে থাকায় ইসরাইলি সেনাবাহিনীতে সামরিক ক্লান্তি দেখা দিচ্ছে। তৃতীয়ত, ইসরাইলি সেনাদের নিহত হওয়ার সংখ্যা ক্রমেই বেড়ে যাচ্ছে বলে ইসরাইলে যুদ্ধ বন্ধের দাবি প্রবল হচ্ছে।  চতুর্থত, যুদ্ধ বন্ধের জন্য তেলআবিবের ওপর আন্তর্জাতিক চাপ বিশেষ করে মার্কিন চাপ বাড়ছে।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইসরাইলের শীর্ষস্থানীয় নেতারা গাজা অভিযানের অন্যতম লক্ষ্য হিসেবে হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ারকে হত্যা করার কথা বলছেন। সিনওয়ারকে গত ৭ অক্টোবর পরিচালিত আল-আকসা তুফান অভিযানের মূল পরিকল্পনাকারী বলে মনে করা হয়।

কিন্তু ইমাদ হার্ব বলছেন, ইসরাইল যদি সিনওয়ারকেও হত্যা করতে পারে তারপরও তার অর্থ হামাসের পরিসমাপ্তি হবে না।  তিনি বলেন, “সিনওয়ারকে হত্যা করলে আরো বহু সিনওয়ার তৈরির প্রেক্ষাপট তৈরি হবে। যদি তারা তাকে হত্যা করতে সক্ষম হয় তাহলে ফিলিস্তিনিরা যে অন্য কারো নেতৃত্বে লড়াই চালিয়ে যাবে তাতে কোনো সন্দেহ নেই।”#

342/