‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : parstoday
মঙ্গলবার

১৯ ডিসেম্বর ২০২৩

১১:২১:৩৬ AM
1421574

গাজাবিরোধী অপরাধযজ্ঞ চালাতে উৎসাহ দিচ্ছে ওয়াশিংটন: ইসলামি জিহাদ

অবরুদ্ধ গাজা উপত্যকার নিরস্ত্র বেসামরিক জনগণের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরাইলের নির্বিচার গণহত্যার প্রতি মার্কিন প্রতিরক্ষামন্ত্রী যে দ্বিধাহীন সমর্থন জানিয়েছেন তার তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের ইসলামি জিহাদ আন্দোলন। এটি বলেছে, ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে অপরাধযজ্ঞ চালাতে তেলআবিবকে উৎসাহ দিয়ে যাচ্ছে ওয়াশিংটন।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন গতকাল (সোমবার) তেলআবিব সফরে গিয়ে চরম বিতর্কিত মন্তব্য করার পর গাজা-ভিত্তিক ইসলামি জিহাদ এক বিবৃতিতে ওই নিন্দা জানিয়েছে। অস্টিন ইসরাইলি যুদ্ধমন্ত্রী ইওয়াভ গ্যালান্টের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে ইসরাইলের গাজা-বিরোধী গণহত্যা অভিযানকে ‘জন্মগত অধিকার’ ও ‘আত্মরক্ষা’ বলে সমর্থন করেন।  তিনি বলেন, ইসরাইল সরকারকে সমর্থন দেয়ার প্রতিশ্রুতি রক্ষা করার ক্ষেত্রে ওয়াশিংটন অটল ও অবিচল রয়েছে।

ইসলামি জিহাদের বিবৃতিতে বলা হয়েছে, ইহুদিবাদী ইসরাইল যখন ২০ হাজার ফিলিস্তিনিকে নির্বিচারে হত্যা করেছে এবং এই গণহত্যা অভিযান থেকে স্কুল, হাসপাতাল, গির্জা, ক্লিনিক, অ্যাম্বুলেন্স, সাংবাদিক, আবাসিক ভবন, শরণার্থীদের তাবু- কোনোকিছুই বাদ যায়নি তখন মার্কিন যুদ্ধমন্ত্রী অস্টিন তেল আবিবের প্রতি ‘নির্লজ্জ সমর্থন’ জানিয়েছেন।  বিবৃতিতে বলা হয়, এর মাধ্যমে ইহুদিবাদী সরকারকে ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে বর্বরোচিত ও নাৎসিবাদী অপরাধযজ্ঞ চালিয়ে যেতে উৎসাহিত করা হয়েছে।

ইসলামি জিহাদ তার বিবৃতিতে আরো বলেছে, তেলআবিব ‘আত্মরক্ষা’ করছে বলে অস্টিন যে বক্তব্য দিয়েছেন তা থেকে আবারো প্রমাণিত হয়েছে যে, মার্কিন সরকার ইহুদিবাদী ইসরাইলের অপরাধী সামরিক তৎপরতার মূল চালিকাশক্তি হিসেবে কাজ করছে।  মার্কিন সরকারের এ ধরনের কদর্য সমর্থনের বিরুদ্ধে প্রতিক্রিয়া না জানানোয় বিবৃতিতে আরব দেশগুলোর তীব্র সমালোচনা করা হয়েছে। #