‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
বুধবার

২০ ডিসেম্বর ২০২৩

২:২৪:১৫ PM
1421917

শক্ত অবস্থানে হামাস, যুদ্ধবিরতিতে প্রস্তুত ইসরাইল

ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের প্রধান ইসমাইল হানিয়া বলেছেন, অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইল বর্বর হত্যাযজ্ঞ ও যুদ্ধাপরাধ সংঘটনের পরও প্রতিরোধকামী যোদ্ধারা ময়দানে অত্যন্ত শক্ত অবস্থানে রয়েছে। কাতারের রাজধানী দোহায় ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী আমির আব্দুল্লাহিয়ানের সঙ্গে এক বৈঠকে তিনি একথা বলেন।

ইসমাইল হানিয়া বলেন, গাজায় ইসরাইল নজিরবিহীনভাবে বিমান, নৌ ও স্থল অভিযান চালাচ্ছে। ইহুদিবাদী ইসরাইল ও তার মিত্ররা ভেবেছিল যে, তারা এভাবে গাজা থেকে প্রতিরোধকামীদের নির্মূল করতে পারবে এবং সাদা পতাকা ওড়াতে বাধ্য করবে। কিন্তু যুদ্ধ শুরুর ৭৫ তিন পরও প্রতিরোধকামীরা যুদ্ধক্ষেত্রে দৃঢ় অবস্থানে রয়েছে এবং ইহুদিবাদী সেনাদের ব্যাপক ক্ষতি সাধন করতে সক্ষম হয়েছে। 

ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে ইস্পাত কঠিন ঐক্য গড়ে তোলার জন্য ইসমাইল হানিয়া ফিলিস্তিনি জনগণের প্রশংসা করেন। পাশাপাশি ইরানের সমর্থনের জন্য তেহরানকে বিশেষ ধন্যবাদ জানান। তিনি বলেন, ফিলিস্তিনি জনগণ কখনো সংগ্রামের পথ ছেড়ে দেবে না।  

বৈঠকে ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইহুদিবাদী ইসরাইলের সীমাহীন অপরাধযজ্ঞ অবসানের লক্ষ্যে তেহরান কূটনৈতিক উপায়ে ফিলিস্তিনের ধৈর্যশীল ও শক্তিশালী জনগণকে সমর্থন দেয়া অব্যাহত রাখবে। আবদুল্লাহিয়ান বলেন, “আজ আর কারো সন্দেহ নেই যে, প্রতিরোধকামী যোদ্ধারা ও ফিলিস্তিনি জনগণ তাদের শক্তি প্রমাণ করে দিয়েছে। পাশাপাশি তারা দেখিয়ে দিয়েছে, ইহুদিবাদীদের এত বর্বরতা ও হত্যাযজ্ঞের পরেও তারা দৃঢ়চেতা রয়েছে।”# 

342/