‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
বুধবার

২০ ডিসেম্বর ২০২৩

২:২৮:৪৭ PM
1421929

ইউক্রেন শান্তি প্রক্রিয়া অযৌক্তিক এবং অর্থহীন: ক্রেমলিন

রাশিয়ার প্রেসিডেন্টের দাপ্তরিক বাসভবন ক্রেমলিনের মুখপাত্র বলেছেন, রাশিয়ার সঙ্গে আলোচনায় কিয়েভের আরোপিত আইনি নিষেধাজ্ঞার কারণে শান্তি আলোচনার কোনো ভিত্তি নেই। ইউক্রেন 'শান্তি প্রক্রিয়া' নামের পদক্ষেপকে নিরর্থক এবং অযৌক্তিক বলে উল্লেখ করেছে।

ক্রেমলিনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে দিমিত্রি পেসকভ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বক্তব্যের প্রতিক্রিয়ায় ওই মন্তব্য করেন। জেলেনস্কি বলেছিলেন: শান্তি প্রক্রিয়া নিয়ে কোনো আলোচনা নয়। পেসকভ সেই প্রসঙ্গ উল্লেখ করে বলেন:  নীতিগতভাবে কিয়েভের সাথে শান্তি আলোচনার কোন ভিত্তি নেই।

রাশিয়ান এই কূটনীতিক আরও বলেন: আলোচনার ব্যাপারে কিয়েভ আইনি নিষেধাজ্ঞা আরোপ করার কারণে শান্তি প্রক্রিয়ার কোনো ভিত্তি নেই। তাছাড়া কিয়েভের শান্তি ফর্মুলা এমনিতেও উপেক্ষিত, কেননা তারা রাশিয়ার সঙ্গে অঅলোচনা ছাড়াই এটি তৈরি করেছিল।#

342/