‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
বৃহস্পতিবার

২১ ডিসেম্বর ২০২৩

২:৩৯:৪৯ PM
1422258

হামাস নেতাদের হত্যার হুমকি ইসরাইলের হতাশার বহিঃপ্রকাশ

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের অন্যতম শীর্ষ নেতা ইজ্জাত আর রিশক বলেছেন, ইহুদিবাদী ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেন হামাসের শীর্ষ নেতাদের হত্যার ব্যাপারে যে হুমকি দিয়েছেন তা মূলত এক ধরনের হতাশা থেকে বলেছেন।

ইজ্জত আর রিশক বলেন, প্রতিরোধকামী সংগঠনের কাছে ইসরাইল যে পরাজিত হতে চলেছে এ কারণে ইহুদিবাদী ইসরাইলিদের মধ্যে হতাশা ছড়িয়ে পড়েছে।

কাতার ভিত্তিক আল জাজিরা টেলিভিশন চ্যানেলকে গতকাল (বুধবার) কোহেন ফিলিস্তিনি নেতাদের হত্যার হুমকি দিয়ে বলেন, "আমরা হামাসের শীর্ষ কর্মকর্তা ইসমাইল হানিয়া এবং খালেদ মাশআলকে হত্যা করব এবং তারা স্বাভাবিকভাবে মারা যাবেন না।"

হামাসের পলিটব্যুরোর সদস্য ইজ্জাত আর-রিশক আজ ইসরাইলি মন্ত্রীর ওই মন্তব্যের বিরুদ্ধে তিরস্কার করে বলেন, এলি কোহেনের মন্তব্য "লজ্জাজনক" এবং এটি গাজায় ইহুদিবাদীদের ঘোষিত লক্ষ্য অর্জনে ব্যর্থতার বিষয়ে হতাশার ইঙ্গিত দেয়।

ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনের নেতাদের হত্যা ও গুপ্তহত্যার ষড়যন্ত্র চালানোর বিষয়ে ইসরাইলের দীর্ঘ ইতিহাস রয়েছে। ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গত মাসে বলেছিলেন, তিনি "মোসাদকে নির্দেশ দিয়েছেন যে, হামাসের প্রধানরা যেখানেই থাকুন না কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।"#


342/